Advertisement

Amazon Job: আগামী ৫ বছরে দেশে ১০ লক্ষ চাকরি, বিপুল বিনিয়োগ করছে Amazon

ভারতে ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে Amazon, চাকরি পাবে বহু বেকার যুবক-যুবতি। ডিজিটাল অর্থনীতি, AI-এর উপর জোর দিতেই এই অর্থ বিনিয়োগ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ভারতে ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে Amazonভারতে ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে Amazon
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Dec 2025,
  • अपडेटेड 3:22 PM IST
  • আগামী ৫ বছরে দেশে ১০ লক্ষ চাকরি
  • ভারতে ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে Amazon
  • ডিজিটাল অর্থনীতি, AI-এর উপর জোর দিতেই এই অর্থ বিনিয়োগ

মাইক্রোসফটের পর এবার অ্যামাজন। ভারতে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করতে চলেছে জেফ বেজোসের ই-কমার্স কোম্পানি। ডিজিটাল অর্থনীতি, AI-এর উপর জোর দিতেই এই অর্থ বিনিয়োগ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

অ্যামাজনের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ বছরে তারা এদেশে ৩৫ বিলিয়ন ডলার বা ৩ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগ করতে চলেছে। এরফলে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ১০ লক্ষ যুবক-যুবতি চাকরি পাবেন। বিশ্ব বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে অ্যামাজনের ভারতের এই আস্থাকে অত্যন্ত পজিটিভ হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বাণিজ্য মহল।

ই-কমার্স কোম্পানিটি জানিয়েছে, তাঁরা যে যে জায়গায় বিনিয়োগ করবে, তার মধ্যে রয়েছে ডিস্ট্রিবিউটর কেন্দ্র, লজিস্টিক নেটওয়ার্ক, ডেটা সেন্টার, ডিজিটাল পেমেন্টের উন্নতি সাধন ও প্রযুক্তি প্ল্যাটফর্ম। অ্যামাজনের দাবি, এরফলে  ২০৩০ সালের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লক্ষ কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।

১৫ বছর ধরে ভারতে বিনিয়োগ করছে অ্যামাজন

অ্যামাজন ইমার্জিং মার্কেটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত আগরওয়াল জানান, ভারতে কোম্পানির বৃদ্ধি দেশের ডিজিটাল উন্নতির সঙ্গে যুক্ত। তিনি বলেন, "গত ১৫ বছরে, আমরা ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করে ভারতে ছোট ব্যবসার জন্য বিশাল পরিকাঠামোগত বিনিয়োগ করেছি। এর ফলে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে এবং 'মেড ইন ইন্ডিয়া'-কে বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া হয়েছে। অ্যামাজন ২০৩০ সালের মধ্যে ভারত থেকে মোট ই-কমার্স রফতানি বর্তমানের ২০ বিলিয়ন ডলার থেকে চারগুণ বাড়িয়ে ৮০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

বিনিয়োগের ঘোষণা করেছে মাইক্রোসফটও

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর ভারতে বড় বিনিয়োগের ঘোষণা করেছেন মাইক্রোসফটের CEO সত্য নাদেলাও। তিনি জানিয়েছেন, মাইক্রোসফট এদেশে ১৭.৫ বিলিয়ন ডলার বা ১.৫৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। যা এখন পর্যন্ত এশিয়ায় মাইক্রোসফটের বৃহত্তম বিনিয়োগ। এই বিনিয়োগের লক্ষ্য হল এদেশে AI-এর গতিকে আরও দ্রুত করে তোলা। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত হওয়ার স্বপ্ন অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement