Average Farmer Income: 'কৃষকদের তো ট্যাক্স দিতে লাগে না', আজকাল অনেককেই বলতে শোনা যায়। আবার পঞ্জাব-হরিয়ানার কৃষকদের 'বড় বাড়ি, SUV গাড়ি' নিয়ে ভাইরাল ভিডিও, ব়্যাপ গানও প্রায়শই শোনা যায়। কিন্তু এগুলি থেকেই দেশের সব কৃষকের পরিস্থিতি বিবেচনা করলে ভুল করবেন। বাস্তব পরিস্থিতি একেবারে ভিন্ন। ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)-এর এক নয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে কৃষকরা কৃষিকাজ থেকে মাসে গড়ে মাত্র ৪,৪৭৬ টাকা আয় করেন।
এত অল্প আয়ে অনেক কৃষক পরিবার তাদের দৈনন্দিন জীবনযাত্রার খরচটুকুই তুলতেই হিমশিম খান। এ আয়ে তো শহরের একটি সাধারণ পরিবারের খাবারের খরচই উঠবে না!
কৃষকের গড় আয় ও তাঁদের জীবিকা
নাবার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে ভারতে কৃষক পরিবারের গড় মাসিক আয় ছিল ১৩,৬৬১ টাকা। এর মধ্যে কৃষিকাজ থেকে আয় ছিল মাত্র ৪,৪৭৬ টাকা, যা মোট আয়ের মাত্র ৩৩%। বাকি আয় এসেছে পশুপালন (১২%), শ্রমিকের কাজ (১৬%), সরকারি ও বেসরকারি চাকরি (২৩%) এবং অন্যান্য উৎস (১৫%) থেকে।
এই প্রতিবেদনে আরও দেখা গিয়েছে, গড়ে কৃষক পরিবারের মাসিক সঞ্চয় মাত্র ১,৯৫১ টাকা, যা প্রতিদিনের হিসাবে ৬৫ টাকার সমান।
কৃষকদের জমি ও যন্ত্রপাতির পরিস্থিতি
নাবার্ডের সমীক্ষায় উঠে এসেছে, মাত্র ৯.১% কৃষক পরিবার ট্র্যাক্টরের মালিক। অন্যদিকে, ৬১.৩% পরিবার গবাদি পশু পালন করে।
ভারতে কৃষিজমির গড় আয়তন ২০১৬-১৭ সালে ১.০৮ হেক্টর থেকে ২০২১-২২ সালে ০.৭৪ হেক্টরে নেমে এসেছে। জমির পরিমাণ কমে যাওয়া কৃষকদের আয়ে বড় প্রভাব ফেলেছে।
সমস্ত কৃষক কি দরিদ্র?
সব কৃষক দরিদ্র নন। তবে অধিকাংশ ছোট ও প্রান্তিক কৃষক জমির পরিমাণ, ফসলের কম দাম, ঋণের বোঝা এবং প্রযুক্তির অভাবে আর্থিক কষ্টে ভোগেন।
২০২৪ সালের একটি সমীক্ষা অনুযায়ী, ভারতের ৮৫% কৃষক পরিবারে জমির পরিমাণ পাঁচ একরের কম। মাত্র ৮% কৃষক পরিবার বছরে ২৫ লাখ টাকার বেশি আয় করে।
নাবার্ডের সমীক্ষা থেকে বোঝা যায়, অধিকাংশ ভারতীয় কৃষক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে দিনযাপন করেন। শহরের কোনও দামি রেস্তোরাঁয় একবেলা ডিনারের বিলও তাঁদের মাসিক আয়ের থেকে বেশি।
মূল প্রতিবেদন ইংরাজিতে পড়তে ক্লিক করুন এইখানে।