Advertisement

Multibagger Stock: সাত মাসেই ১ লক্ষের লগ্নি ৬ লক্ষ, LIC-কে মাত দিল এই সংস্থার IPO

একের পর এক আইপিও বিনিয়োগকারীদের হতাশ করেছে। এর মাঝেই দুর্দান্ত রিটার্ন দিয়েছে একটি আইপিও। এক বছরের মধ্যে বিনিয়োগকারীদের লগ্নি চারগুণের বেশি বেড়েছে শেয়ার দর। 

বাম্পার রিটার্ন। বাম্পার রিটার্ন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Jun 2022,
  • अपडेटेड 1:31 PM IST
  • এক বছরের মধ্যে বিনিয়োগকারীদের লগ্নি চারগুণের বেশি বেড়েছে শেয়ার দর। 
  • Kotyark Industries Ltd-এর IPO গত বছরের অক্টোবরে এসেছিল।
  • ৭ মাসে শেয়ার দর বেড়েছে প্রায় ৪৭০ শতাংশ।

গত বছরের অক্টোবরে বিশ্বের সমস্ত শেয়ার বাজার সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছিল।  তার পর থেকে বাড়ে বিক্রির চাপ। গত বছর বাজারের ঊর্ধ্বগতিতেও আইপিও আনা সংস্থাগুলি বেহাল দশা হয়েছিল। দেশীয় বাজারে Paytm IPO, Zomato থেকে বহু প্রতীক্ষিত LIC- একের পর এক আইপিও বিনিয়োগকারীদের হতাশ করেছে। এর মাঝেই দুর্দান্ত রিটার্ন দিয়েছে একটি আইপিও। এক বছরের মধ্যে বিনিয়োগকারীদের লগ্নি চারগুণের বেশি বেড়েছে শেয়ার দর। 

মাঝারি ও ছোট সংস্থা কোটিয়ার্ক ইন্ডাস্ট্রিজের (Kotyark Industries Ltd) IPO গত বছরের অক্টোবরে এসেছিল। ২ নভেম্বর শেয়ার বাজারে নথিভুক্ত হয়েছিল Kotyark Industries Ltd IPO। IPO-এর জন্য ৫১ টাকায় আপার প্রাইস ব্যান্ড (Kotyark Industries IPO আপার প্রাইস ব্যান্ড) নির্ধারণ করেছিল সংস্থা। গত সপ্তাহে ১০ জুন শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় শেয়ারের দাম ছিল ২৯১ টাকা। ৭ মাসে শেয়ার দর বেড়েছে প্রায় ৪৭০ শতাংশ।

একজন বিনিয়োগকারী যদি Kotyark Industries Ltd IPO-তে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ তাঁর বিনিয়োগের মূল্য প্রায় ৫.৮০ লক্ষ টাকা হত। এনএসই এসএমই এক্সচেঞ্জে তালিকাভুক্ত এই স্টক প্রথম দিন ভাল পারফর্ম করেনি। প্রথম দিনে ৫১ টাকায় তালিকাভুক্ত হওয়ার পরে ৫১.৯০ টাকায় পৌঁছেছিল। তবে বাজার বন্ধ হওয়ার সময় দাম নেমেছিল ৪৮.৪৫ টাকায়। একটি লটের জন্য বিনিয়োগকারীদের ১.০২ লক্ষ টাকা বিনিয়োগ করতে হত। ফলে যে বিনিয়োগকারীর হাতে স্টকটি এখনও রয়েছে তাঁর লগ্নি বেড়ে হয়েছে ৫.৮২ লক্ষ টাকা।

আরও পড়ুন

এই স্টকটি নামিদামি সংস্থার শেয়ারকে মাত দিয়েছে। যখন আইপিও খোলা হয়েছিল অর্থাৎ অক্টোবরে এনএসই নিফটি ১৮,৬০৪ অঙ্কে ছিল। তার পর থেকে NSE নিফটি এখনও পর্যন্ত প্রায় ১৩ শতাংশ হারিয়েছে। শুধুমাত্র চলতি বছরের জানুয়ারি থেকে নিফটি সূচক ৮ শতাংশেরও বেশি কমেছে। সেখানে কোটিয়ার্ক ইন্ডাস্ট্রিজের শেয়ার এই সময়ের মধ্যে বেড়েছে ২৯১ শতাংশ। 

(সতর্কীকরণ- শেয়ারে বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের মতামত নিন।)

Advertisement

Read more!
Advertisement
Advertisement