আগামী ৩ বছরে পশ্চিমবঙ্গে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ অর্থাত্ মঙ্গলবার বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে (BGBS 2023)-এ বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি। একই সঙ্গে তিনি ফের জানালেন, কালীঘাট মন্দিরের আমূল সংস্করণ করবে রিলায়েন্স ফাউন্ডেশন। কালীঘাট মন্দিরের ঐতিহ্যকে অক্ষত রেখেই সংস্কার করবে রিলায়েন্স।
'আপনি সত্যিকারের অগ্নিকন্যা'
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে মুকেশ আম্বানি বলেন, 'আপনাকে অটলবিহারী বাজপেয়ী যেমন বলেছিলেন, আপনি সত্যিকারের অগ্নিকন্যা। আপনার শক্তিশালী নেতৃত্বের জন্যই বাংলার মানুষ আপনাকে নির্বাচন করেছেন।'
খুব শীঘ্রই এশিয়ার সব টাইগারকে হারিয়ে দেবে
মুকেশ আম্বানির বক্তব্য, বাংলায় ব্যবসা করার খরচ ভারতের মধ্যে সবচেয়ে কম। অর্থনীতিতে বাংলা এগিয়ে চলেছে। যার উপকৃত হচ্ছে গোটা দেশ। বাংলার একারই ক্ষমতা আছে, ট্রিলিয়ন ডলার অর্থনীতি হওয়ার। তাইওয়ান, সিঙ্গাপুর, কোরিয়াকে এশিয়ার অর্থনৈতির বৃদ্ধির নিরিখে টাইগার বলা হয়ে থাকে। কিন্তু বাংলা যেভাবে এগোচ্ছে, তাতে খুব শীঘ্রই এশিয়ার সব টাইগারকে হারিয়ে দেবে।
আরও ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ
এরপরেই রিলায়েন্সের বিনিয়োগ ইস্যুতে মুকেশ বলেন, 'বাংলায় ইতিমধ্যেই ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়েন্স। আগামী ৩ বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। বিশ্ববাংলার হস্তশিল্প সামগ্রী আমাদের সব রিটেল আউটলেটে পাওয়া যাবে। রিলায়েন্স ফাউন্ডেশন একটি ট্রেনিং ইনস্টিটিউট করবে। আমি সবাইকে বলব, বাংলায় আসুন। বিনিয়োগ করুন। বাংলা এগিয়ে চলেছে। আপনারাও সেই অগ্রগতির অংশীদার হোন।'