
আজ সকাল থেকেই প্রেশার রয়েছে শেয়ারবাজারে। Nifty ট্রেড করছে ৫০ পয়েন্ট নীচে। ও দিকে Sensex ২০০ পয়েন্ট তলিয়ে গিয়েছে। যদিও এমন ভেঙে পড়া মার্কেটেই একটা স্টকের দিকে তাকানোর পরামর্শ দিচ্ছে ব্রোকারেজ ফার্ম Choice Institutional Equities। তারা একটি Multibagger Defense Stock-এ Buy রেটিং দিয়েছে। তাদের মতে, এই সংস্থার ফান্ডামেন্টাল দারুণ। পাশাপাশি এই সংস্থা অনেক অর্ডার পেয়ে রয়েছে। তাই এতে বিনিয়োগ করলে লাভ মিলতে পারে।
না, আর রাখঢাক করে লাভ নেই। এই স্টকের নাম হল Zen Tech। এই ব্রোকারেজ ফার্ম সংস্থার একটি টার্গেট প্রাইসও দিয়েছে। বর্তমানে এর দাম রয়েছে ১৩৪৩.৫০ টাকায়। এটি বেড়ে পৌঁছে যেতে পারে ২১৫০ টাকায় বলে মনে করছে এই ব্রোকাজের ফার্ম। অর্থাৎ দাম বাড়তে পারে প্রায় ৬০ শতাংশ।
আসলে সম্প্রতি নিজেদের কোয়ার্টারলি রেজাল্ট সামনে এনেছে সংস্থা। তারপর এমন বাই রেটিং দিয়েছে ব্রোকারেজ ফার্ম।
কোয়ার্টারলি রেজাল্ট
কোয়ার্টারর্লি রেজাল্ট প্রকাশ করেছে এই সংস্থা। FY 2026-এ রেভিনিউ কম হলেও স্ট্রং মার্জিন রয়েছে। এই ত্রৈমাসিকে ১৭৬.২ কোটি রেভিনিউ করেছে সংস্থা। আর এটা গত বছরের তুলনায় ২৮.৮ শতাংশ কম। তবে বেড়েছে সংস্থার প্রফিট। এই কোয়ার্টারে সংস্থার প্রফিট দাঁড়িয়েছে ৬১.৯ কোটিতে, যেটা ব্রোকারেজ ফার্মের অনুমানের থেকে ১২.৫ শতাংশ বেশি।
যদিও Zen Technologies-এর নেট প্রফিট কমেছে ৪.৭ শতাংশ। EBITDA Margin ভাল হয়েছে। ৩৭.২ শতাংশে রয়েছে এটি। আর এই তিন মাসের নেট প্রফিট ১৬.৬ শতাংশ বেড়ে ৬১.৯ কোটিতে পৌঁছেছে।
খুব ভাল ফল নয়
ব্রোকারেজ ফার্ম মনে করছে যে, একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সংস্থা। তবে এটা খুব কম সময়ের 'ডাউনটার্ন'। যদিও অর্থবর্ষের সেকেন্ড হাফে ভাল ফলাফল হতে পারে বলে মনে করছে এই ব্রোকারেজ ফার্ম।
এই ব্রোকারেজ ফার্ম মনে করে যে, অপারেশন সিঁদুরের পর সরকার এমার্জেন্সিতে অনেক কিছু কিনেছে। তবে এর প্রভাব খুব সুদুরপ্রসারী নয়। কারণ, এই সংস্থার কাছে অনেক অর্ডার রয়েছে। এক্ষেত্রে ৬৫০ কোটি টাকার অর্ডার এই অর্থবর্ষের দ্বিতীয় অর্ধে পূরণ করতে হবে সংস্থাকে। আর সেটা ভালো লক্ষণ।
এখানেই শেষ নয়, এই সংস্থার ধার নেই। EBITDA Margin ভালো। সেটাও পজিটিভ দিক বলে মনে করে ব্রোকারেজ ফার্ম।
তবে এই নিবন্ধ দেখে একবারে স্টক কিনবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। চাইলে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন। তারপরই কিনতে হবে স্টক।