
Budget 2022 Post Office : ২০২২ কেন্দ্রীয় বাজেটে দেশের পোস্ট অফিসগুলিতে আমূল পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর প্রস্তাব মতো এবার পোস্ট অফিসেই সবরকম সুবিধা পাওয়া যাবে ব্যাঙ্কের।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দেশের ১.৫ লাখ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিং সিস্টেমের সঙ্গে যুক্ত করতে চলেছেন। ফলে পোস্ট অফিসের গ্রাহকরা নেট ব্যাঙ্কিং, কোর ব্যাঙ্কিং এবং এটিএম-এর সুবিধা পাবেন। এমনকী গ্রাহকরা পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও পাঠাতে পারবেন।
তাঁর আরও সংযোজন, '২০২২ সালে, ১.৫ লাখ পোস্ট অফিসে ১০০ শতাংশ কোর ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হবে। এতে আর্থিক অন্তর্ভুক্তি সম্ভব হবে। গ্রাহকরা নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাঁদের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।'
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, সরকারের এই পরিষেবা প্রদানের ফলে অনলাইনে পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা স্থানান্তরিত করা যাবে। এতে বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের সুবিধা হবে। কৃষক ও প্রবীণ নাগরিকরাও এতে বেশি সুবিধা পাবেন।
অর্থমন্ত্রী বলেন, 'সাম্প্রতিক বছরগুলিতে সরকার ডিজিটাল ব্যাঙ্কিং ও ডিজিটাল লেনদেন দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে সরকার স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপনে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট প্রতিষ্ঠা করবে।'