Advertisement

Budget 2024: শেয়ারবাজার খুলতেই Sensex নয়া উচ্চতায়, চলতি সপ্তাহে আরও কী কী ঘটার সম্ভাবনা?

বিজনেস টুডে-র খবর অনুযায়ী, শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, এই সপ্তাহে Nifty-র সূচক বাড়তে পারে। অনুমান করা হচ্ছে নিফটি ইনডেক্স ৪৬ হাজার স্তর ছুঁয়ে যেতে পারে।

Share Market
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2024,
  • अपडेटेड 10:42 AM IST
  • মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি
  • একাধিক কোম্পানির ত্রৈমাসিক আয়ের ফলাফল
  • বিদেশি মুদ্রা ভান্ডারের পরিমাণ

চলতি সপ্তাহ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় শেয়ার বাজারের (Share Market) জন্য। লোকসভা ভোটের আগে মোদী সরকার এবার অন্তর্বর্তী বাজেট (Budget 2024) পেশ করলেও, বাজেটের নির্যাস ভোটমুখী হওয়ার মতোই আশা করছে শেয়ারবাজারের লগ্নিকারীরা। অর্থাত্‍ এমন কিছু ঘোষণা, যার জেরে চাঙ্গা হবে বাজার। আজ অর্থাত্‍ সোমবার বাজার খুলতেই দেখা যাচ্ছে Sensex একলাফে ৫০৩ পয়েন্ট বেড়ে ৭১২০৪.১৪ হল। নিফটি-র সূচক ১৭৮ পয়েন্ট বেড়ে হল ২১৫৩১.১৫। 

মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি

শুধু তা-ই নয়, এই সপ্তাহে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কও ঋণনীতি ঘোষণা করবে। বাজারের আশা, বাজেট পেশের আগে ও পরে বড়সড় উত্থান দেখতে পাবে সেনসেক্স ও নিফটি। গত সপ্তাহে পতন দেখেই বন্ধ হয়েছিল শেয়ার বাজার। Sensex ৩৫৯ পয়েন্ট কমে ৭০ হাদার ৭০০ সূচকে থামে, Nifty ১০১ পয়েন্ট পড়ে গিয়ে ২১ হাজার ৩৫২-তে বন্ধ হয়। 

একাধিক কোম্পানির ত্রৈমাসিক আয়ের ফলাফল

ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI), টাটা মোটরস TATA Motors), আদানি গ্রিন এনার্জি (Adani Green Energy), বাজাজ ফাইনান্স, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, GAIL, ড রেড্ডি'স ল্যাবোরেটরিজ, লার্সন অ্যান্ড টুব্রো, ভোল্টাস, অম্বুজা সিমেন্টস, ডাবর ইন্ডিয়া, মারুতি সুজুকি ইন্ডিয়া, সান ফার্মা, বাজাজ ফিনসার্ভ, ভোডাফোন আইডিয়া, NTPC, পিরামল এন্টারপ্রাইজেস, জিন্দল স্টিল অ্যান্ড পাওয়ার, রেমন্ড, রাইটস, টাইটান কোম্পানি, আদানি এন্টারপ্রাইজেস ও আদানি পোর্টস-- এই কোম্পানিগুলির শেয়ারদরে বিশেষ নজর থাকবে। কারণ সংস্থাগুলির ত্রৈমাসিক রেজাল্ট বেরতে চলেছে। 

বিদেশি মুদ্রা ভান্ডারের পরিমাণ

চলতি সপ্তাহে একটি নতুন মাসেরও সূচনা। এহেন পরিস্থিতিতে গাড়ি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের ব্যবসার অঙ্কও প্রকাশিত হবে। শেয়ার বাজারে লগ্নিকারীদের নজরে থাকবে ১ ফেব্রুয়ারি HSBC ম্যানুফ্যাকচার পিএমআই-তে। দেশের বিদেশি মুদ্রা ভান্ডারও প্রকাশিত হবে ২ ফেব্রুয়ারি। 

Advertisement

বিজনেস টুডে-র খবর অনুযায়ী, শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, এই সপ্তাহে Nifty-র সূচক বাড়তে পারে। অনুমান করা হচ্ছে নিফটি ইনডেক্স ৪৬ হাজার স্তর ছুঁয়ে যেতে পারে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement