Advertisement

Budget 2025 Cheaper And Costlier: এক ধাক্কায় কমছে ৩৬টি ক্যানসারের ওষুধ, আর যা যা সস্তা হল বাজেটে

Cheaper And Costlier: বাজেটে ক্যান্সারের ৩৬টি জীবনদায়ী ওষুধে আমদানি শুল্ক প্রত্যাহার করার ঘোষণা। এছাড়া, ৫ শতাংশ আমদানি শুল্ক ছাড়ের তালিকায় রয়েছে ৬টি জীবনদায়ী ওষুধ। যে কারণে জীবনদায়ী ওষুধের দাম কমতে চলেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ওষুধের উপর শুল্ক কর সম্পূর্ণ বাতিল করা হবে। সব সরকারি হাসপাতালে ক্যানসার ডে কেয়ার সেন্টার তৈরি করা হবে। ক্যান্সার চিকিৎসার ওষুধ সস্তা হবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনঅর্থমন্ত্রী নির্মলা সীতারামন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Feb 2025,
  • अपडेटेड 1:35 PM IST

বাজেটে ক্যান্সারের ৩৬টি জীবনদায়ী ওষুধে আমদানি শুল্ক প্রত্যাহার করার ঘোষণা। এছাড়া, ৫ শতাংশ আমদানি শুল্ক ছাড়ের তালিকায় রয়েছে ৬টি জীবনদায়ী ওষুধ। যে কারণে জীবনদায়ী ওষুধের দাম কমতে চলেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ওষুধের উপর শুল্ক কর সম্পূর্ণ বাতিল করা হবে। সব সরকারি হাসপাতালে ক্যানসার ডে কেয়ার সেন্টার তৈরি করা হবে। ক্যান্সার চিকিৎসার ওষুধ সস্তা হবে। জীবন রক্ষাকারী ৬টি ওষুধের ওপর শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হবে।

অর্থমন্ত্রী অনেক জিনিসের উপর শুল্ক কমানোর ঘোষণা করেছেন। যা কিছু জিনিসের দাম কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ইলেকট্রনিক্স, ওষুধ এবং বৈদ্যুতিক যানবাহন সম্পর্কিত জিনিসপত্র এখন সস্তা হবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেটে তরুণ ও নারীদের ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে এই বাজেটে দরিদ্র, মধ্যবিত্ত ও কৃষকদের জন্য বিশেষ উপহার দেওয়া হয়েছে।  এবারের বাজেটে সরকার মুদ্রাস্ফীতি ও কর মোকাবিলায় জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে। আর বাজেটের আগেই কমানো হয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। জানুন বাজেটে কী কী সস্তা আর কী দামি হল?

কী কী সস্তা হল?

এছাড়া, সস্তা হল পোশাক-আশাক, ইলেকট্রনিক ভেহিকেল, এলইডি টিভি, ক্যান্সারের ওষুধ, মোবাইল, মোবাইল ব্যাটারি, এলসিডি, বৈদ্যুতিক গাড়ি। সস্তা হবে চামড়া ও চামড়াজাত পণ্য। কারণ এর ওপর আমদানি শুল্কমুক্ত করা হয়েছে।
 

কেসিসি সীমা বেড়েছে 
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষকদের জন্য একটি বড় ঘোষণা করেছেন। KCC সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হবে। যেখানে আগে কিষাণ ক্রেডিট কার্ডের সীমা ছিল মাত্র ৩ লক্ষ টাকা।

Read more!
Advertisement
Advertisement