আপডেটেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, আপডেটেড ট্যাক্স জমা দেওয়ার সময়সীমা ৪ বছর পর্যন্ত বাড়ানো হচ্ছে। এতদিন এই সময়সীমা ছিল ২ বছর।
অন্য দিকে, দেশের প্রবীণ নাগরিকদের সুদে ছাড় ঘোষণা করেছেন সীতারামন। টিডিএসে প্রবীণ নাগরিকদের করছাড়ের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বেড়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। ভাড়ার টিডিএস ৪ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা করা হয়েছে।
বাজেটে চাকরিজীবীদের জন্য আয়করে বিরাট ছাড়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার থেকে বার্ষিক ১২ লক্ষ টাকা আয়ে আর আয়কর দিতে হবে না। নতুন কর কাঠামোয় এই সুবিধা মিলবে। এর ফলে বিরাট উপকৃত হবেন মধ্যবিত্তরা। এদিন বাজেট পেশের শুরুতেই সীতারামন বলেন, 'এই বাজেট মধ্যবিত্তদের উপর গুরুত্ব দেওয়া হবে...৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, সেদিকে জোর দেওয়া হবে।' অর্থমন্ত্রী আরও বলেন, 'আমরা চাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিকাশ হোক। এক কোটিরও বেশি এতে রেজিস্টার রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান। এটি ভারতকে উৎপাদন প্রধান করে তুলেছে। যাতে তাঁরা বেশি টাকা পেতে পারেন, তাই আড়াই গুণ বাড়ানো হচ্ছে। এতে তরুণদের কর্মসংস্থান হবে। আমরা মাইক্রো এবং ছোট উদ্যোগের জন্য ক্রেডিট গ্যারান্টি কভার ৫ কোটি থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করা হবে।'
অন্য দিকে, ক্যান্সার-সহ দূরারোগ্য রোগের জন্য ৩৬টি জীবনদায়ী ওষুধে শুল্ক তুলে নেওয়া হল।
আর কী কী ঘোষণা করলেন সীতারামন?
* কিষান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বাড়ানো হচ্ছে। ৩ লক্ষ টাকা থেকে বাড়িতে ৫ লক্ষ টাকা করা হবে।
* বিহারে মাখনা বোর্ড তৈরি করা হবে।
* ধনধান্য যোজনায় ১.৭ কোটি কৃষককে সাহায্য করা হবে।
* মেডিক্যাল কলেজগুলিতে ৫ বছরে ৭৫ হাজার আসন বাড়ানো হবে।
* নতুন আয়কর বিল আনা হবে।
* তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলা উদ্যোদপতিদের জন্য নয়া ঘোষণা করলেন সীতারামন। ৫ লক্ষ তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলারা ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন।