
রাত পোহালেই সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেই দিকে চেয়ে রয়েছে গোটা ভারত। বিশেষত, মধ্যবিত্তরা বাজেট নিয়ে বেশি উৎসাহী। তাঁরা জানতে চাইছেন, এবারের বাজেটে কোন কোন দিকে সুরহা মিলবে? কর ছাড়ের পরিমাণ আরও বাড়বে কি?
অর্থমন্ত্রীর কাছ থেকে কর ছাড় নিয়ে কী প্রত্যাশা রয়েছে মধ্যবিত্তের?
রবিবার সকাল ১১টার সময় বাজেট। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এই নিয়ে টানা নয়বার এই বাজেট পেশ করতে চলেছেন। সেটা ভারতের সংসদীয় ইতিহাসের এক অনন্য রেকর্ড। আর এই বাজেট ঘিরেই আশায় বুক বাঁধতে শুরু করেছে মধ্যবিত্ত। তাঁরা কর ছাড়ের আশা দেখছে।
গৃহঋণে কর ছাড়
আজকাল শহর বা আশপাশের এলাকায় বাড়ি বা ফ্ল্যাটের দাম শুনলে ভিমড়ি খেতে হয়। এমন পরিস্থিতিতে লোন না নিয়ে বাড়ি কেনা সম্ভব হয় না। তাই হোম লোনের উপর ছাড়ের সীমা বাড়ানোর স্বপ্ন দেখছে মধ্যবিত্ত। অনেকেই চাইছেন এই সীমা যেন ৩ থেকে ৫ লক্ষ টাকায় নিয়ে যাওয়া হয়। তাতে কিছুটা সাশ্রয় হবে মধ্যবিত্তের।
স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ুক...
সরকারের তরফ থেকে কর্মচারীদের স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়া হয়। সহজ ভাষায় বললে, এটা হল করের উপর ছাড়। আর এই ছাড় বাড়ানোর প্রত্যাশা রয়েছে নির্মলার কাছে। বাজেটে এই সম্পর্কে ঘোষণা হলে খুশিই হবে মধ্যবিত্ত। তাঁদের হাতে বাঁচবে টাকা।
নতুন ট্যাক্স স্ল্যাব
মধ্যবিত্তের তরফ থেকে আয়কর ছাড়ের সীমা আরও বাড়ানোর প্রত্যাশা রয়েছে। এখন যেই সীমাটা ১২ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। সেটি বাড়িয়ে যাতে ১৫ লাখ করা হয়, সেই প্রত্যাশাও রয়েছে সাধারণ মানুষের মনে।
লংটার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স
ভারতের বড় অংশের মানুষ এখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। আর সেখানে দীর্ঘকালীন বিনিয়োগ করার পরও এখন ট্যাক্স দিতে হচ্ছে। এটাকে বলা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। আর এই ট্যাক্স নিয়ে নারাজ সাধারণ মানুষ। তাঁরা চাইছেন যাতে এই ট্যাক্স তুলে নেওয়া হয় বা কমিয়ে আনা হয়। তাতে বিনিয়োগ করে লাভের মুখ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
আবার যাঁরা ট্রেডার, তাঁরা আশা করছে সরকার এবার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সও কমাক। তাহলে তাঁদেরও মুনাফা বৃদ্ধি পাবে। এছাড়া সরকারের তরফে যাতে সঞ্চয়ের উপর আরও কিছুটা কর ছাড় দেওয়া হয়, সেটাও চাইছে সাধারণ মানুষ।