দীপাবলি, কালীপুজোতে ধামাকা শেয়ারবাজারে। হু হু করে উঠছে সূচক। এ দিনের শুরুতেই ২০০ পয়েন্ট বেড়ে গিয়েছে Nifty। সূচক রয়েছে ২৫,৯০০-তে। ও দিকে Sensex বৃদ্ধি পেয়েছে ৬৮০ পয়েন্ট।
এখানেই শেষ নয়, এ দিন অতি চর্চিত Bank Nifty-ও উপরে ট্রেন্ড করছে। এটি বেড়েছে প্রায় ৪০০ পয়েন্ট। যতদূর খবর, BSE-এর প্রথম ৩০টি স্টকের মধ্যে ২৫টি লাফাচ্ছে। মাত্র ৫টি নিম্নমুখী।
খুব বাড়ছে রিলায়েন্স
এ দিন দারুণ বেড়েছে Reliance Industries র শেয়ারের দর। এটি আজ ২.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখন এই শেয়ারের দাম পৌঁছে গিয়েছে ১৪৫৭ টাকায়। অর্থাৎ দেশের অন্যতম বড় সংস্থায় টাকা লাগিয়ে দীপাবলিতে মুনাফার অঙ্ক ঘুরে তুলতেই পারেন বিনিয়োগকারীরা।
অন্যান্য স্টকও বৃদ্ধি পাচ্ছে
এ দিন মার্কেটের অনেক বড় বড় স্টক উপরের দিকে ছুটছে। এই যেমন Kotak Mahindra, Axis Bank, Bharti Airtel, Infosys, এবং Bajaj Finserv-এর ট্রেন্ড ঊর্ধ্বমুখী। এ দিন ২ শতাংশের মতো বেড়েছে এই সব শেয়ারের দাম। ও দিকে HDFC- ব্যাংকের স্টক বেড়েছে মোটামুটি ১.৫০ শতাংশ। তবে ট্রেন্ডের বিপরীতে গিয়ে ২ শতাংশ পড়ে গিয়েছে ICICI Bank-এর শেয়ারের দাম।
১০৮ স্টক আপার সার্কিট হিট করেছে
শেয়ারবাজারের বুল ট্রেন্ড যে স্পষ্ট, সেটা প্রমাণ করে দেয় একাধিক স্টকের আপার সার্কিট। এ দিন বাজার খোলার পরই ১০৮টি স্টক আপার সার্কিটে পৌঁছে গিয়েছে। যার ফলে তাদের ট্রেডিং এখন বন্ধ। আবার ৭৮টি স্টক রয়েছে লোয়ার সার্কিটে।
কতগুলি স্টক উপরে, কতগুলি নীচে?
BSE এর ১৯৪৯টি স্টক এখন উপরের দিকে ট্রেন্ড করছে। ও দিকে ১২৩৫টি স্টক এখন নীচে। ২১৩টি স্টক রয়েছে ফ্ল্যাট। অর্থাৎ তাদের দামে খুব একটা বদল আসেনি।
ও দিকে ৫২টি স্টক আপার সার্কিট হিট করেছে। আবার ৫২ স্টক লোয়ার সার্কিটে রয়েছে।
কোন কোন সেক্টরে লক্ষ্মী লাভ?
এ দিন বেশ কিছু সেক্টর আপ ট্রেন্ডে রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল FMCG, Auto, IT, Media, PSU Bank, Private Bank, Financial, Pharma এবং Healthcare সেক্টেরর দাম ১ শতাংশ করে বেড়েছে। শুধু কমেছে Metal সেক্টরের দাম।
অর্থাৎ দীপাবলির দিন বাম্পার লাভ হচ্ছে শেয়ারবাজারে। একটু বুঝেশুনে টাকা লাগালে আপনারও হবে মুনাফা।
বিদ্র- এখানে কোনও স্টক কেনার পরামর্শ দেওয়া হচ্ছে না। নিজের বুদ্ধিতেই বিনিয়োগ করুন।