Advertisement

Coconut Price: নারকেল চাষিদের জন্য বড় উপহার কেন্দ্রের, হবেন মালামাল

নারকেল চাষিদের সহায়তার জন্য কোপরার MSP বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। ২০২৬ সেশনের জন্য শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই পদক্ষেপ নিয়েছে।

কোপরা MSP নিয়ে সিদ্ধান্তকোপরা MSP নিয়ে সিদ্ধান্ত
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Dec 2025,
  • अपडेटेड 6:17 PM IST
  • নারকেলের কোপরা বা শাঁস নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার।
  • কোপরার MSP বাড়িয়ে দিল কেন্দ্র সরকার।
  • শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই পদক্ষেপ নিয়েছে।

নারকেলের কোপরা বা শাঁস নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। এবার নারকেল চাষিদের সহায়তার জন্য কোপরার MSP বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। ২০২৬ সেশনের জন্য শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই পদক্ষেপ নিয়েছে। 

মন্ত্রিসভার বৈঠকের পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ভারত সারা বিশ্বের কোপরা উৎপাদনে ৩০ শতাংশ অবদান রাখে। দেশের মধ্যে সেরা কোপরা উৎপাদক রাজ্যগুলি হল তামিলনাড়ু, কেরল, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। 

২০২৬ সালের জন্য মিলিং কোপরার ন্যূনতম সহায়ক মূল্য রাখা হয়েছে কুইন্টল প্রতি ১২,০২৭ টন। অন্যদিকে, বল কোপরার MSP রাখা হয়েছে ১২,৫০০ টাকা।

চাষিরা কী কী সুবিধা পাবেন?

কেন্দ্রের তরফে জানানো হয়েছে। নয়া সিদ্ধান্তের ফলে একাধিক সুবিধা পাবেন কৃষকেরা। ১) MSP বৃদ্ধি করার ফলে চাষিরা লাভ পাবেন বেশি। ২) দেশীয় এবং বিশ্বব্যাপী নারকেলজাত জিনিসের চাহিদা পূরণের জন্য কৃষকেরাও উৎসাহিত হবেন। তাঁদের উৎপাদন বৃদ্ধি পাবে।

সরকারের তরফে MSP  নিয়ে জানানো হয়েছে, মিলিং কোপরা, অর্থাৎ যে কোপরা দিয়ে তেল উৎপাদন করা হয়, তা উৎপন্ন করতে কৃষকদের খরচ হয় কুইন্টল প্রতি ৫,২৫০ টাকা। এক্ষেত্রে MSP রয়েছে ৫০ শতাংশের বেশি। অন্যদিকে, বল কোপরা উৎপন্ন করতে কৃষকদের খরচ হয় কুইন্টল প্রতি খরচ হয় ৫,৫০০ টাকা। এই কোপরা মূলত, বাদাম ও সুস্বাদু খাবার তৈরিতে ব্যবহার হয়। এই কোপরার ক্ষেত্রেও MSP করা হল ৫০ শতাংশের বেশি।
 

Read more!
Advertisement
Advertisement