Advertisement

New Income Tax Bill: নতুন আয়কর বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, খবর সূত্রের

শোনা যাচ্ছে, সোমবার লোকসভায় পেশ করা হতে পারে ওই বিলটি। এই বিল দেশের কর ব্যবস্থায় আমূল সংস্কার আনতে চলেছে দাবি বিভিন্ন মহলের।

নতুন আয়কর বিলনতুন আয়কর বিল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Feb 2025,
  • अपडेटेड 10:20 PM IST
  • বিলে কোনও নতুন কর চালু করার কথা নেই।
  • এই ব্যবস্থা চালুর উদ্দেশ্য- বর্তমান কর কাঠামোর সংস্কার।
  • ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

শুক্রবার নতুন আয়কর বিলকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এমনটাই সূত্রের খবর। শোনা যাচ্ছে, সোমবার লোকসভায় পেশ করা হতে পারে ওই বিলটি। এই বিল দেশের কর ব্যবস্থায় আমূল সংস্কার আনতে চলেছে দাবি বিভিন্ন মহলের।

প্রত্যক্ষ কর বিধি বা  Direct Tax Code নামে নতুন আয়কর ব্যবস্থা চালু হতে পারে বলে খবর। এই ব্যবস্থা চালুর উদ্দেশ্য- বর্তমান কর কাঠামোর সংস্কার। এবং কর ব্যবস্থাকে আরও সরল এবং স্বচ্ছ করে তোলা। দিন কয়েক আগে বাজেট পেশের সময় নতুন আয়কর বিল আনার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার লোকসভায় বিলটি পেশের পর তা স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হতে পারে বলে খবর। 

কী থাকছে নতুন আয়কর আইনে?

আরও পড়ুন

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে, বিলে কোনও নতুন কর চালু করার কথা নেই। শুধুমাত্র আয়কর আইন সরলীকরণ, অস্বচ্ছতা দূর করা এবং করদাতাদের জন্য বিষয়টি সরলীকরণ করার চেষ্টা করা হয়েছে।

বর্তমান আইনে বেশ কিছু সংশোধনী আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। যার লক্ষ্য মামলা-মোকদ্দমা কমানো। এর মধ্যে নির্দিষ্ট কিছু অপরাধের জন্য জরিমানা কমানোও হতে পারে। যার ফলে কর ব্যবস্থা করদাতা-বান্ধব হয়ে উঠবে আশা সরকারের। নতুন বিলের একটি গুরুত্বপূর্ণ দিক হবে আইনি ভাষার সরলীকরণ। যাতে সাধারণ করদাতারাও সহজেই কর সম্পর্কে যাবতীয় উত্তর সহজেই পেয়ে যেতে পারেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কথায়,'নয়া ব্যবস্থায় করদাতাদের বোঝা লাঘব হবে। কমবে মামলা-মোকদ্দমা বহর'।

বর্তমানে দুই ধরণের আয়কর ব্যবস্থা রয়েছে- নতুন কর ব্যবস্থা (NEW TAX REGIME 2025)

বার্ষিক আয় ০–৪ লক্ষ- ০%

বার্ষিক আয় ৪–৮ লক্ষ- ৫%

বার্ষিক আয় ৮–১২ লক্ষ- ১০%

বার্ষিক আয় ১২–১৬ লক্ষ- ১৫%

বার্ষিক আয় ১৬-২০ লক্ষ ২০%

বার্ষিক আয় ২০-২৪ লক্ষ- ২৫%

বার্ষিক আয় ২৪ লক্ষের উপরে: ৩০%

পুরনো কর ব্যবস্থা (OLD TAX REGIME) -

বার্ষিক আয় ০ থেকে ২.৫ লক্ষ- ০% 

Advertisement

বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ- ৫% 

বার্ষিক আয় ৫ লক্ষ থেকে ১০ লক্ষ- ২০%

বার্ষিক আয় ১০ লক্ষ টাকার উপরে- ৩০%

Read more!
Advertisement
Advertisement