জিও-র মাধ্যমে ভারতে টেলিকম বিপ্লব ঘটিয়েছিলেন মুকেশ অম্বানি। এবার কোলার বাজারেও প্রবেশ করেছে তাঁর সংস্থা। সাতের দশকের জনপ্রিয় ব্র্যান্ড ছিল ক্যাম্পা কোলা। গত বছর সেই ব্র্যান্ড কিনেছেন অম্বানি। হোলির ঠিক পরে ক্যাম্পা কোলার ৩টি ফ্লেভারের কোলা এসেছে বাজারে। টেলিকম বাজারের মতো কোলার বাজারেও এবার যুদ্ধ যুদ্ধ ভাব! শোনা যাচ্ছে, বিদেশি কোলা কোম্পানিদের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে সস্তায় ক্যাম্পা কোলা বেচবে রিলায়েন্স।
২০২২ সালে পিওর ড্রিংক গ্রুপের সঙ্গে ২২ কোটি টাকার চুক্তি করে ক্যাম্পা কোলা ব্র্যান্ডের মালিকানা পায় রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস। প্রথমে ঠিক ঠিল দীপাবলিতে পণ্যটি বাজারে আনবে রিলায়েন্স। তা পিছিয়ে ২০২৩ সালের হোলি পর্যন্ত বাড়ানো হয়। ৫০ বছর বয়সের ঐতিহ্যবাহী পানীয় ব্র্যান্ড ক্যাম্পা কোলা অরেঞ্জ, লেবু এবং কোলা ফ্লেভারে চালু হয়েছে। পেপসি, কোকা-কোলা এবং স্প্রাইটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তাদের।
কত টাকায় পাওয়া যাবে ক্যাম্পাকোলা?
বিজনেস স্ট্যান্ডার্ডের খবর অনুযায়ী, ২০০ মিলির দাম ১০ টাকা, ৫০০ মিলি ২০ টাকা, ৬০০ মিলি ৩০ টাকা আর ৪০ টাকায় পাওয়া যাবে ১ লিটার। ২ লিটারের দাম ৮০ টাকা।
দাম কমাল কোকাকোলা
জিও-র পর টেলিকম বাজারে তৎকালীন প্রতিদ্বন্দ্বীরা এঁটে উঠতে পারেনি। অনেকেই ব্যবসা পাততাড়ি গোটায়। সেই আঁচ এবার কোলা বাজারেও। মার্কিন কোলা কোম্পানিগুলির একচ্ছত্র আধিপত্য ভারতীয় বাজারে। চাপ অনুভব করছে তারা। ইতিমধ্যেই দাম কমিয়েছে কোকাকোলা। গরম বাড়ার সঙ্গে সঙ্গে নরম পানীয়র চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে যে সব রাজ্যে স্টক কম সেখানে ৫ টাকা দাম কমিয়েছে কোকাকোলা। এমনটাই খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
কোকাকোলার এই সিদ্ধান্তে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে ২০০ এমএল বোতলের দাম হয়েছে ১০ টাকা। যা আগে বিক্রি হত ১৫ টাকায়। কোকা কোলার কাচের বোতল রাখার জন্য খুচরা বিক্রেতাদের দেওয়া ক্রেট ডিপোজিটও মকুব করা হয়েছে। এর দাম সাধারণত ৫০ থেকে ১০০ টাকা হয়।
ক্যাম্পাকোলার ইতিহাস
সম্পূর্ণ ভারতীয় ব্র্যান্ড ক্যাম্পাকোলা। 'দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট' ফিরে এসেছে বাজারে। পিওর ড্রিংক গ্রুপ ১৯৪৯ থেকে সাতের দশকের গোড়ার পর্যন্ত কোকাকোলা বেচত। কোকা কোলা দেশ থেকে বেরিয়ে যাওয়ার পরে পিওর ড্রিংকস নিজস্ব ব্র্যান্ড ক্যাম্পা কোলা চালু করে। শীঘ্রই তা জনপ্রিয় হয়। সেই সময় তাঁদের বিজ্ঞাপনী স্লোগান 'দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট' মানুষের মুখে মুখে ফিরত।