Advertisement

পুজোর আগেই সস্তা হয়ে যাবে গাড়ি, AC, খাদ্যদ্রব্য, রইল তালিকা

বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু হয়েছে দিল্লিতে। সেই বৈঠক থেকে কাল বড় সিদ্ধান্ত ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। সরকার প্রস্তাব দিয়েছে, জিএসটি-র বিদ্যমান ৪ টি স্ল্যাব কমিয়ে ২ টি স্ল্যাব করা হবে।

Representative Image Representative Image
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 03 Sep 2025,
  • अपडेटेड 7:07 PM IST
  • বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু হয়েছে দিল্লিতে
  • সেই বৈঠক থেকে কাল বড় সিদ্ধান্ত ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার

বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু হয়েছে দিল্লিতে। সেই বৈঠক থেকে কাল বড় সিদ্ধান্ত ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। সরকার প্রস্তাব দিয়েছে, জিএসটি-র বিদ্যমান ৪ টি স্ল্যাব কমিয়ে ২ টি স্ল্যাব করা হবে। একই সঙ্গে একাধিক পণ্যের উপর কর আরোপ করা হবে। আবার কর কমবেও কোনও কোনও জিনিসের। যদি সরকারের এই সব প্রস্তাবে কাউন্সিল অনুমোদন দেয় তাহলে অনেক জিনিসের দামে হেরফের হতে পারে। 

গত ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে নতুন জিএসটি সংস্কারের বিষয়ে ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, নয়া জিএসটি কাঠামো সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দেবে। তখনই অর্থ মন্ত্রকের তরফে জিএসটি স্ল্যাব কমানোর প্রস্তাব করা হয়েছিল। এই ঘোষণার পর, প্রথমবারের মতো জিএসটি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, দীপাবলি থেকে কার্যকর করা হতে পারে নয়া জিএসটি কাঠামো। 

জিএসটির অধীনে, বর্তমানে ৫%, ১২%, ১৮% এবং ২৮% এই চারটি স্ল্যাব রয়েছে। তবে কাউন্সিলের সিদ্ধান্তের পর ৫% এবং ১৮% এই দুটি স্ল্যাবে পরিবর্তিত হতে পারে। এমন পরিস্থিতিতে পোশাক, জুতা, এসি, টিভি এবং গাড়ি-বাইক ইত্যাদি জিনিসের দাম কমবে। তবে তার আগে জেনে নেওয়া যাক কোন পণ্যগুলি কোন স্ল্যাবে আসছে, তাহলে কোন জিনিসগুলি সস্তা হতে পারে তা বোঝা সহজ হবে। 

কোন জিনিসে কেমন জিএসটি লাগে? 

দুধ, ফল, সব্জি, ডিম, বই, ন্যাপকিন, কন্ডোম হেয়ারিং এডস ইত্যাদি জিনিসের উপর কোনও জিএসটি লাগে না। 

৫ শতাংশ জিএসটি স্ল্যাবের মধ্যে পড়ে হিরা, কাটিং করা হিরা, সোনার গয়না, সোনার বিস্কুট, চাঁদির গয়না, প্লেটিনামের গয়না, চাঁদি ও সোনার কয়েন, ভোজ্য তেল, কফি, চায়ের পাতা, মশালা, লঙ্কা, চাল, আটা, ময়দা, পনির, চিনি, এলপিজি সিলিন্ডার, ইনসুলিন, চাষের সার ও ভ্য়াকসিন। 

১২ শতাংশ স্ল্যাবের মধ্যে পড়ে ঘি, মখন, প্যাকেটজাত ফ্রোজেন খাবার, ফ্রুট জুস, ছানা, সোলার পাওয়ার হিটল ও কৃষিজ উপকরণ। 

Advertisement

১৮ শতাংশ স্ল্যাবের মধ্যে পড়ে টুথপেস্ট, শ্যাম্পু, চুলের তেল, বডি ওয়াশ, বিস্কুট, ব্রেকফাস্টের খাবার দাবার, চকোলেট, আইসক্রিম, মিনারেল ওয়াটার ও এলইডি বাল্ব। 

২৮ শতাংশ স্ল্য়াবের মধ্যে যেগুলো আসে সেগুলো হল, এসি মেশিন, গাড়ি, সিগারেট, পান মশলা ইত্যাদি। 

১২-২৮% স্ল্যাবে আসা এইসব জিনিসগুলি সস্তা হয়ে যাবে। তার মধ্যে থাকছে ঘি, মাখন, পনির, পনিরের মতো পণ্য। প্যাকেটজাত সবজি, নোনতা খাবার, বিস্কুট এবং ফলের রস। এছাড়াও তালিকায় রয়েছে ছাতা, কাপড়, জুতো, সৌর জল হিটার, কৃষি সরঞ্জাম, এয়ার কন্ডিশনার, সিমেন্ট, রঙ, টাইলস, গাড়ি/এসইউভি।

Read more!
Advertisement
Advertisement