Advertisement

LPG Cylinder: ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের, বাড়তি কত দিতে হবে?

বাণিজ্যিক সিলিন্ডার হোটেল-রেস্তোরাঁয় ব্যবহার করা হয়। তাই খাবারের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিবাহের রান্নাতেও কাজে লাগে। ফলে বিয়ের মরসুমে ক্যাটারিং খরচও বাড়তে চলেছে একধাক্কায়। 

দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2022,
  • अपडेटेड 11:07 AM IST
  • ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।
  • সিলিন্ডার পিছু ১০২.৫০ টাকা দাম বেড়েছে।
  • একমাস আগেও বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম।

নতুন মাস শুরু হতেই ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। এলপিজি গ্যাসের দাম ১০২.৫০ টাকা বাড়াল তেল বিপণন সংস্থাগুলি। এই দরবৃদ্ধির ফলে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের সিলিন্ডারের দাম (Commercial LPG Cylinder Price) হয়েছে ২৩৩৫.৫০ টাকা। আর ২ হাজার ৪৫৫ টাকা কলকাতায়। 

একমাস আগেও বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তখন দিল্লিতে গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছিল ২ হাজার ৩৫১ টাকা ৫০ পয়সা। সেবারও দাম ফলে মাথায় হাত পড়েছিল বহু মানুষের। এবার নতুন মাসের প্রথম দিনেই ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। এর জেরে সমস্যায় পড়বেন ব্যবসায়ীরা। বিশেষত হোটেল, রেস্তরাঁ, চায়ের দোকানে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রেও এই গ্যাস সিলিন্ডার কাজে লাগে। গ্যাসের দাম বৃদ্ধির জেরে সমস্যায় পড়বেন তাঁরাও। গ্যাসের দরবৃদ্ধির সঙ্গে সমানুপাতিকভাবে অন্যান্য সামগ্রীর দামও যুক্ত। সেক্ষেত্রে ফের একবার মধ্যবিত্তের পকেটে টান পড়তে চলেছে। 

১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার এখন কলকাতায় মিলবে ২ হাজার ৪৫৫ টাকায়। ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বর্তমানে ৬৫৫ টাকা। এক মাস আগে ১ এপ্রিল এলপিজি সিলিন্ডারের দাম ২৫০ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে ১ মার্চ ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ে ১০৫ টাকা। ২২ মার্চ ৯ টাকা দাম বেড়েছে। 

বাণিজ্যিক সিলিন্ডার হোটেল-রেস্তোরাঁয় ব্যবহার করা হয়। তাই খাবারের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিবাহের রান্নাতেও কাজে লাগে। ফলে বিয়ের মরসুমে ক্যাটারিং খরচও বাড়তে চলেছে একধাক্কায়। 
 

আরও পড়ুন- সোনায় আগ্রহ হারাচ্ছেন মানুষ! গয়নার বিক্রি তলানিতে

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement