নতুন বছর আসতে আর হাতে গোনা কয়েকদিন। তার মধ্যেই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা। ফের বাড়তে পারে ডিএ (Dearness Allowance)। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, ২০১৩ সালের জানুয়ারি মাস থেকেই ডিএ নতুন হারে ডিএ পেতে পারেন সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকার সেই ডিএ ঘোষণা করতে পারে।
এখন এমনিতেই ১৮ মাসের বকেয়া ডিএ বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। শোনা যাচ্ছে, তা খুব শীঘ্রই ঘোষণা করতে পারে। অর্থাৎ চলতি বছরের শেষের দিকে সেটাও হাতে পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আবার তারপরই ঘোষণা হতে পারে নতুন হারে মহার্ঘ ভাতা।
সম্প্রতি AICPI সূচকের পরিসংখ্যান বেড়েছে বলে খবর। তার থেকেই অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, DA ফের বাড়াবে কেন্দ্র সরকার। আবার মূদ্রাস্ফীতির পরিসংখ্যান বৃদ্ধিও শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই দাবি করলেও এখনও কেন্দ্রের তরফে এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
কত শতাংশ বাড়তে পারে ?
খবরে প্রকাশ, ২০১৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার৷ অনুমান করা হচ্ছে, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির অনুমোদন দিতে পারে অর্থমন্ত্রক। সেক্ষেত্রে মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হবে৷
কেন্দ্রীয় সরকার যদি ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির অনুমোদন দেয়, তাহলে সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি প্রতি মাসে ৭২০ টাকা বাড়বে। এবং সর্বোচ্চ বেসিক স্যালারি গড়ে প্রতি মাসে ২২৭৬ টাকা হবে।
প্রসঙ্গত, দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ (Dearness Allowance) বাড়িয়েছে সরকার। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর এবং HRA বাড়তে পারে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ১৮ মাসের বকেয়া ডিএ শীঘ্রই পেতে পারেন। দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীদের মধ্যে বকেয়া ডিএ মেটানোর দাবি জোরালো হচ্ছে। বিভিন্ন সূত্রে খবর, সরকারি কর্মচারীরা ৩ কিস্তিতে ১৮ মাসের ডিএ বকেয়া পাবেন।