Advertisement

DA Case West Bengal Update : রাজ্যের ডিএ : সুপ্রিম কোর্টে বেঞ্চ গঠন, কোন কোন বিচারপতি শুনবেন মামলা?

আগামী ১৬ জানুয়ারি রাজ্যের ডিএ (Dearness Allowance Case West Bengal) মামলার শুনানি সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেই মামলার বেঞ্চ গঠিত হল।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 11 Jan 2023,
  • अपडेटेड 9:06 PM IST
  • আগামী ১৬ জানুয়ারি রাজ্যের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে
  • সেই মামলা কোন কোন মাননীয় বিচারপতি শুনবেন ?

আগামী ১৬ জানুয়ারি রাজ্যের ডিএ (Dearness Allowance Case West Bengal) মামলার শুনানি সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেই মামলার বেঞ্চ গঠিত হল। মাননীয় বিচারপতি শ্রী দীনেশ মাহেশ্বরী ও মাননীয় বিচারপতি শ্রী হৃষীকেষ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠবে। তাঁরাই শুনবেন এই মামলা। 

১৬ তারিখের মামলার যে লিস্ট সুপ্রিম কোর্টের তরফে সামনে আনা হয়েছে, সেখানে ৫০ নম্বরে রয়েছে রাজ্যের এসএলপি (Special Leave Petition) মামলার নাম। ৬ নম্বর ঘরে উঠবে এই মামলা। 

এই মামলার প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, মামলার বেঞ্চ গঠিত হয়েছে। এই মামলার দিকে সরকারি কর্মীরা চেয়ে আছেন। তাঁদের আশা পূরণ হবে বলেই আমদের বিশ্বাস। আইন মোতাবেক আমাদের লড়াই জারি রয়েছে। সেদিনের শুনানির জন্য আমাদের আইনজীবীরাও তৈরি। এর আগেও SAT  ও হাইকোর্টে রাজ্য সরকার পরাজিত হয়েছে। আশা করছি, রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীর প্রতীক্ষার অবসান হবে। 

আরও পড়ুন

এই মামলা নিয়ে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল জানান, একেবারে শেষের অর্থাৎ ১৪ ডিসেম্বরের শুনানি ছাড়া আগের দুটো শুনানি মাননীয় বিচারপতি শ্রী দীনেশ মাহেশ্বরী ও মাননীয় বিচারপতি শ্রী হৃষীকেষ রায়ের বেঞ্চে উঠেছিল। আগামী সোমবার উক্ত দুই মাননীয় বিচারপতি মামলাটি শুনবেন।

দেবাশিস শীল আরও জানান, যেহেতু ওই ২ মাননীয় বিচারপতির নির্দেশানুসারে রাজ্য সরকার এবং সরকারী কর্মচারী পরিষদ সহ অন্য ২ সংগঠন শর্টনোট জমা দিয়েছে। তাই আশা করা যায়, আগামী ১৬ জানুয়ারির শুনানিতেই মামলার নিষ্পত্তি হবে। 

এর আগে ১৪ ডিসেম্বর এই ডিএ মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। তবে সেই মামলা শুনতে রাজি হননি মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত। সেদিন সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী মীনাক্ষি আরোরা ও বিকাশরঞ্জন ভট্টাচার্য মামলা শোনার আবেদন করেন মাননীয় বিচারপতিদের কাছে। তবে মাননীয় বিচারপতিরা এই মামলা শোনেননি। 

Advertisement

মাননীয় বিচারপতিরা সেদিন জানিয়েছিলেন, বেশ কিছু সরকারি কর্মচারী ও সংগঠনের মন্তব্যে তাঁরা ক্ষুব্ধ। এতে মামলা প্রভাবিত হতে পারে। তাই মামলা এখন শুনবেন না। তখন মামলাকারী সংগঠনের আইনজীবীরা মহামান্য বিচারপতিদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এবং আবেদন করেন মামলার তারিখ যেন দ্রুত দেওয়া হয়। তখন মাননীয় বিচারপতিরা জানান, জানুয়ারির তৃতীয় সপ্তাহে মামলা ফের উঠবে। 

উল্লেখ্য, ১৪ ডিসেম্বরের শুনানির আগে ৫ তারিখের শুনানিতে মহামান্য সুপ্রিম কোর্ট মামলাকারী সংগঠনগুলিকে শর্টনোট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মোতাবেক শর্টনোট জমাও দেওয়া হয় মামলাকারী ও সরকারের তরফে। 

Read more!
Advertisement
Advertisement