নবমীতে কেন্দ্রের কর্মচারীদের জন্য বিরাট উপহার দিল মোদী সরকার। ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হল। আগে থেকেই অনুমান করা হয়েছিল, অক্টোবরের প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধি হতে পারে। বর্তমানে ৫৫ শতাংশ ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেটা বেড়ে হল ৫৮ শতাংশ। যা জুলাই থেকে কার্যকর হবে। ফলে এক লপ্তে বড় অঙ্কের টাকা ঘরে ঢুকবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে দু'বার মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত, তারপর জুলাই থেকে ডিসেম্বর। ২০২৪ সালে ১৬ অক্টোবর ডিএ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আগেভাগে ডিএ ঘোষণা করল সরকার। কেন্দ্রের ডিএ বাড়ানোর সিদ্ধান্তে লাভবান হলেন ১.২ কোটির বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা পাচ্ছেন ৫৫ শতাংশ হারে ডিএ। তা আরও ৩ শতাংশ বাড়ল। এর ফলে মহার্ঘ ভাতার অঙ্ক বেড়ে হল ৫৮%। জুলাই থেকে তা কার্যকর হল। সেক্ষেত্রে তিন মাসের বকেয়া ডিএ অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরারা। পেনশনভোগীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
কতটা বাড়বে বেতন?
৩০,০০০ টাকার মূল বেতন হলে প্রতি মাসে অতিরিক্ত ৯০০ টাকা পাওয়া যাবে। আর ৪০,০০০ টাকার বেতন হলে মিলবে অতিরিক্ত ১,২০০ টাকা। তিন মাসের বকেয়া পরিমাণ মোট ২,৭০০ থেকে ৩,৬০০ টাকা হবে।
কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক কত?
গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা এখন ১৮ শতাংশ হারে ডিএ পান। আর কেন্দ্রীয় সরকারি কর্মচারী পাচ্ছেন ৫৮ শতাংশ মহার্ঘ ভাতা। ফলে কেন্দ্র ও রাজ্যের ডিএ ফারাক বেড়ে হল ৪০ শতাংশ।
ডিএ বৃদ্ধির মাপকাঠি
বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়। ভোক্তা মূল্য সূচকের (consumer price index) মাপদণ্ডে মহার্ঘ ভাতার অঙ্ক ঠিক করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। চলতি বছর ডিসেম্বরে শেষ হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। ফলে এই কমিশনের আওতায় এটাই শেষবার ডিএ ঘোষণা বলে খবর।