ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। Da(Dearness Allowance)-এর পর দীপাবলি উপলক্ষ্যে বোনাস ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে। যা বেড়ে হয়েছে ৩৮ শতাংশ। ১ জুলাই ২০২২ থেকে তা কার্যকরও হয়েছে।
ডিএ ও ডিআর বাড়ানোর ফলে প্রায় ৪২ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী এবং প্রায় ৭০ লাখ পেনশনভোগী উপকৃত হয়েছে। (DA কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, আর ডিআর পেনশনভোগীদের জন্য। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার এবার ২০২১-২২ আর্থিক বছরের জন্য রেলওয়ে কর্মচারীদের বোনাসের (PLB) অনুমোদন দিল।
PLB, সাধারণত দীপাবলি বোনাস হিসাবে পরিচিত। প্রতি বছরই দশেরার আগে এটি দেওয়া হয়। এই বছর, বোনাস - যা ৭৮ দিনের মজুরির সমতুল্য - প্রায় ১১.২৭ লক্ষ নন-গেজেটেড রেলওয়ে কর্মচারীকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, একজন যোগ্য রেল কর্মচারী ৭৮ দিনে সর্বোচ্চ বোনাস হিসেবে প্রায় ১৮ হাজার টাকা পেতে পারেন।
এই বোনাস পান ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, ড্রাইভার এবং গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, কন্ট্রোলার, পয়েন্টসম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ এবং অন্যান্য গ্রুপ সহ বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা (নন-গেজেটেড, যারা RPF/RPSF কর্মী নন)।
প্রসঙ্গত, রেল মন্ত্রক আগেই জানিয়েছিল, কর্মীরা যাত্রী ও পণ্য সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যা অর্থনীতিকে ত্বরান্বিত করতে সাহায্য করে। তাই এবার ৭৮ দিনের বোনাস দেওয়া হবে।