জুলাই মাস থেকে কার্ড টোকেনাইজেশন নিয়ম শুরু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ৩০ জুনের মধ্যে আগে গ্রাহকদের কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য সার্ভার থেকে মুছে ফেলতে হবে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সংস্থাগুলিকে। ১ জুলাই থেকে কার্ডের একটি কোড থাকবে তাদের কাছে। এর ফলে সুরক্ষিত থাকবে গ্রাহকদের ব্যাঙ্ক ব্যালান্স। নিয়মটি গত বছর ১ জুলাই থেকে চালু হওয়ার কথা ছিল। তবে শিল্পমহলের অনুরোধে সময়সীমা বাড়ায় আরবিআই।
ডেবিট/ক্রেডিট কার্ড টোকেনাইজেশন কী?
টোকেন পরিষেবায় কার্ডের মাধ্যমে লেনদেনের সুবিধার্থে একটি বিকল্প কোড তৈরি করা হবে। ১৬-সংখ্যার কার্ড নম্বর, কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ, সিভিভি এবং এককালীন পাসওয়ার্ড বা OTP-এর উপর ভিত্তি করে লেনদেন করা হয়। এবার পুরোটাই একটি কোডে পরিণত হবে। যার পোশাকি নাম টোকেন। এর ফলে গ্রাহকের কার্ডের তথ্য আর কোনও মার্চেন্ট , পেমেন্ট গেটওয়ে বা তৃতীয় পক্ষের কাছে থাকবে না।
কীভাবে কাজ করবে?
ডেবিট বা ক্রেডিট কার্ড হোল্ডারদের তথ্য ইন্টারনেটের অনলাইন লেনদেনের সময় মার্চেন্ট ওয়েবসাইটের কাছে থেকে যায়। পরের বার লেনদেন করতে গেলে শুধুমাত্র সিভিভি ও ওটিপি দিলেই চলে। বারবার সমস্ত তথ্য দিতে লাগে না। এর ফলে একাধিক আর্থিক প্রতারণার ঘটনা ঘটেছে। এবার কার্ডের বিবরণ দিলে টোকেনাইজ করার জন্য গ্রাহকের সম্মতি চাওয়া হবে। এর পর ১৬ সংখ্যার কার্ডের জায়গায় একটি কোড বিকল্প হিসেবে কাজ করবে। এটি আবশ্যক নয়। গ্রাহক চাইলে বারবার বিবরণ দিয়ে অনলাইন লেনদেন করতে পারেন। কার্ড বদল, নতুন করে কার্ড ইস্যু ইত্যাদি ক্ষেত্রে মার্চেন্ট ওয়েবসাইটে গিয়ে নতুন টোকেন নিতে হবে গ্রাহককে।
কেন টোকেনাইজেশন চালু করা হচ্ছে?
ভারতের মতো বড় দেশে ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ, গতিশীল করতে আনা হচ্ছে নয়া ব্যবস্থা।
কেন টোকেনাইজড লেনদেন নিরাপদ
টোকেনাইজড কার্ড লেনদেন নিরাপদ। লেনদেন প্রক্রিয়া চলাকালীন মূল কার্ডের বিবরণ কারও সঙ্গে শেয়ার করতে হয় না। টোকেন জেনারেট করার জন্য গ্রাহকের সম্মতি এবং OTP পাওয়ার পরেই পেমেন্ট হবে।
কার্ড টোকেনের নিয়ম
কার্ডের বিবরণ টোকেনাইজ করার জন্য RBI-এর প্রথম সময়সীমা ছিল ২০২১ সালের ৩০ জুন। কিন্তু শিল্পমহল এবং পেমেন্ট এগ্রিগেটরদের পাশাপাশি কার্ড কোম্পানি এবং ব্যাঙ্কগুলির অনুরোধে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে বাড়ানো হয় আরও ৬ মাস।
আরও পড়ুন- ফ্রান্সেও এবার 'ডিজিটালগিরি', ইউরোপে ঢুকল 'মেড ইন ইন্ডিয়া' UPI