Advertisement

Flipkart-Amazon-এর সামনে চ্যালেঞ্জ! আসছে সরকারি ই-কমার্স প্ল্যাটফর্ম, কবে চালু?

বর্তমানে ই-কমার্স সেক্টরে ফ্লিপকার্ট-অ্যামাজনের মতো কিছু সংস্থার আধিপত্য রয়েছে। কিন্তু দেশের প্রায় ৬ কোটি খুচরা বিক্রেতার মধ্যে মাত্র কয়েকজনই এর সুবিধা পাচ্ছেন। এই পরিস্থিতিতে সরকার একটি উন্মুক্ত ডিজিটাল পরিকাঠামো তৈরি করেছে। এর নাম Open Network for Digital Commerce (ONDC)।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Apr 2022,
  • अपडेटेड 7:05 PM IST
  • আসছে সরকারের ই-কমার্স প্ল্যাটফর্ম
  • এপ্রিলেই চালু বিটা ভার্সন
  • প্রথমে চালু হবে ৫টি শহরে

সরকার এবার ই-কমার্স সেগমেন্টে Flipkart এবং Amazon-এর আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুতি করেছে। খুব শীঘ্রই নিজস্ব ই-কমার্স মার্কেটপ্লেস চালু করতে চলেছে সরকার, যা দেশের কোটি কোটি খুচরা বিক্রেতাকে অনলাইনে বিক্রির সুবিধা দেবে।

এপ্রিলেই আসছে বিটা ভার্সন
বর্তমানে ই-কমার্স সেক্টরে ফ্লিপকার্ট-অ্যামাজনের মতো কিছু সংস্থার আধিপত্য রয়েছে। কিন্তু দেশের প্রায় ৬ কোটি খুচরা বিক্রেতার মধ্যে মাত্র কয়েকজনই এর সুবিধা পাচ্ছেন। এই পরিস্থিতিতে সরকার একটি উন্মুক্ত ডিজিটাল পরিকাঠামো তৈরি করেছে। এর নাম Open Network for Digital Commerce (ONDC)। এটি হবে এমন এক ধরনের ই-কমার্স মার্কেটপ্লেস যেখানে মুদি ব্যবসায়ীরাও নিজেদের রেজিস্ট্রেশান করাতে পারবেন। ET-এর খবর অনুযায়ী, এপ্রিল মাসে সরকার এটার বিটা ভার্সন চালু করতে চলেছে। আর অগাস্টে এটি সম্পূর্ণরূপে চালু হবে বলে মনে করা হচ্ছে। 

প্রথমে শুরু হবে এই শহরগুলিতে
বাণিজ্য মন্ত্রকের অধীনে কর্মরত শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের (ডিপিআইআইটি) উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব অনিল আগরওয়াল জানিয়েছেন যে, সরকার এই ই-কমার্স প্ল্যাটফর্মটি দিল্লি, ব্যাঙ্গালুরু, কোয়েম্বাটুর, শিলং এবং ভোপাল থেকে শুরু করার প্রস্তুতি নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে এতে মানুষ কেমন সাড়া দিচ্ছেন তা দেখতে চায় সরকার। এই ৫টি শহরে প্রচুর পরিমান খুচরো বিক্রেতা এবং ব্যবসায়ী রয়েছেন। একইসঙ্গে অনেক লজিস্টিক পার্টনারকেও এর সঙ্গে যুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন

করোনার জেরে আসে পরিকল্পনা
সরকারের নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্ম করার ভাবনা আসে করোনা মহামারীর সময়। ২০২১ সালের ডিসেম্বরে এর কাজ শুরু হয়। সেই সময়ে, অনেক মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে অসুবিধার সম্মুখীন হয়েছিল সরকারকে, যার জেরে সরকারের এমন একটি উন্মুক্ত ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা আসে। এতে দেশের সেই সমস্ত কোটি কোটি ছোট দোকানদাররা উপকৃত হবেন যাঁরা এখনও ই-কমার্স ইকোসিস্টেমের অংশ হয়ে উঠতে পারেননি।

কীভাবে কাজ করবে ONDC?
এতে এক ধরনের ওপেন রেজিস্ট্রি হবে। যাতে ছোট দোকানদাররা নিজেদের রেজিস্টার করাতে পারবেন। এর ফলে খুচরো বিক্রেতাদের অনলাইনে পণ্য বিক্রি করার জন্য আর আলাদা আলাদা ই-কমার্স প্ল্যাটফর্মে নিজেকে রেজিস্টার করাতে হবে না। এর ফলে গ্রাহকদেরও বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement