Advertisement

Economic Survey: ভারতের অর্থনীতির হাল ঠিক কেমন? আর্থিক সমীক্ষা রিপোর্টে জানা গেল

সংসদে চলছে বাজেট অধিবেশন। ১ তারিখ পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। তার ঠিক আগেই ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার ইকোনমিক সার্ভে বা অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় সরকার। এই রিপোর্টের মাধ্যমেই গত এক বছরে ভারতীয় অর্থনীতির হাল তুলে ধরা হল। 

অর্থনীতির হাল কেমন?অর্থনীতির হাল কেমন?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Jan 2026,
  • अपडेटेड 12:54 PM IST
  • সংসদে চলছে বাজেট অধিবেশন
  • ১ তারিখ পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট
  • বৃহস্পতিবার ইকোনমিক সার্ভে বা অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় সরকার

সংসদে চলছে বাজেট অধিবেশন। ১ তারিখ পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। তার ঠিক আগেই ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার ইকোনমিক সার্ভে বা অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় সরকার। এই রিপোর্টের মাধ্যমেই গত এক বছরে ভারতীয় অর্থনীতির হাল তুলে ধরা হল। 

এই রিপোর্টে বলা হয়েছে যে চলতি আর্থিক বর্ষে আমেরিকার ট্যারিফের পরও ৭ শতাংশের উপরেই থেকেছে ভারতের জিডিপি। আর আশা করা হচ্ছে যে আগামী ২০২৭ অর্থবর্ষে ভারতের জিডিপি ৭.২ শতাংশ হারে বৃদ্ধি পাবে। আর এটাই এই মুহূর্তের সবথেকে বড় খবর। 

এখানেই শেষ নয়, প্রথমবারের জন্য ইকোনোমিক সার্ভেতে এআই-এর জন্য একটি আলাদা অধ্যায় রাখা হয়েছে। আর এই কাজ থেকেই পরিষ্কার যে আগামিদিনে সরকার প্রযুক্তির দিকে বিশেষ জোর দেবে। আলাদা করে নজর থাকবে এই দিকে।

এছাড়া এই সমীক্ষায় বিশ্বের আর্থিক অনিশ্চয়তার জন্য ভারতীয় অর্থনীতিতে কী প্রভাব পড়বে, সেটাও বিশ্লেষণ করা হয়েছে। 

এই ইকোনোমিক সার্ভেতে কোন কোন দিকে নজর? 

  • এই ইকোনোমিক সার্ভেতে রয়েছে ১৬টি চ্যাপ্টার
  • এআই নিয়ে একটা আলাদা চ্যাপ্টার রাখা হয়েছে
  • ২০২৭ অর্থবর্ষে জিডিপি বাড়তে পারে ৭.২ শতাংশ বলে অনুমান করা হয়েছে
  • সোনা এবং রুপো সম্পর্কে বিশদে জানান হয়েছে এই ইকোনোমিক সার্ভেতে 
  • সেই সঙ্গে বাণিজ্যের রূপরেখাও দেখান হয়েছে 

ইকোনোমিক সার্ভে কী? 
১ তারিখ প্রকাশিত হবে কেন্দ্রীয় বাজেট। তার আগে প্রকাশিত হয় ইকোনোমিক সার্ভে। এটি দেশের আর্থিক অবস্থার বিশ্লেষণ করে। পাশাপাশি দেশের অর্থনীতির সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে, মুদ্রাস্ফীতি কোন দিকে মোড় নেবে ও বেকারত্ব কেমন রয়েছে- এই সব তথ্য সামনে আনে। 

এ দিন সকালেই বাজেট সম্পর্কে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যে তিনি নির্মলা সীতারমনের প্রশংসা করেন। পাশাপাশি তিনি ভারত ইউ চুক্তি প্রসঙ্গে বার্তা দেন দেশের ব্যবসায়ীদের। তিনি ব্যবসায়ীদের এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন। পাশাপাশি এখন থেকেই ভারতীয় পণ্যের মান বাড়ানোর পক্ষে সওয়াল করেন তিনি। এর মাধ্যমে যেমন টাকা কামানো যাবে, ঠিক তেমনই বিশ্বাসযোগ্যতা বাড়বে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। 

পাশাপাশি তিনি তাঁর সরকারের রিফর্ম নীতিরও প্রশংসা করেন। আগামিদিনে যে আরও বড় সব রিফর্ম হতে পারে, সেই বিষয়েও দিয়ে রেখেছেন ইঙ্গিত। তাই এখন সবারই নজর থাকবে বাজেটের দিকে।

Advertisement

 

 

Read more!
Advertisement
Advertisement