Advertisement

Unclaimed Money : ব্যাঙ্কে পড়ে আছে দাবিহীন ১.৮৪ লক্ষ কোটি টাকা, আপনি কীভাবে পাবেন?

ভারতীয় ব্যাঙ্ক এবং অর্থ নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কাছে প্রায় দাবিহীন ১ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা পড়ে রয়েছে। দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Representative Imege Representative Imege
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Oct 2025,
  • अपडेटेड 2:54 PM IST
  • ভারতীয় ব্যাঙ্ক এবং অর্থ নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কাছে প্রায় দাবিহীন ১ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা পড়ে রয়েছে
  • দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

ভারতীয় ব্যাঙ্ক এবং অর্থ নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কাছে প্রায় দাবিহীন ১ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা পড়ে রয়েছে। দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি আরও জানান, এই অর্থ সম্পূর্ণ নিরাপদভাবে রাখা হয়েছে। যারা এর দাবিদার তাদের হস্তান্তর করা হবে। ইতিমধ্যেঅ গুজরাতের গান্ধীনগরে 'আপনার মূলধন, আপনার অধিকার' প্রচারপর্ব শুরু হয়েছে। সেখানেই এই নিয়ে সচেতনতা গড়ে তোলা হচ্ছে সরকারের তরফে। 

নির্মলা সীতারামন জানিয়েছেন, সাধারণ মানুষের তহবিল পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সরকার পদক্ষেপ করছে। ভবিষ্যতেও তা চলতে থাকবে। সেজন্য ডিজিটাল সহায়তা সরকারের তরফে দেওয়া হবে বলেও দাবি করেন তিনি। দাবি করেন, এর লক্ষ্য হল ভারতীয় নাগরিকদের দ্বারা সঞ্চিত প্রতিটি টাকা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। দাবি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার তত্ত্বাবধায়কের কাজ করে যাবে। এই অর্থ আসলে দাবিহীন আমানত, বীমা আয়, মিউচুয়াল ফান্ড এবং পেনশনের টাকা। সাধারণ মানুষ কষ্ট করে এই টাকা বাঁচিয়েছে। যারা এর দাবিদার তাদের পর্যাপ্ত প্রমাণ দেখিয়ে নিয়ে যেতে পারবে। 

এই টাকা কীভাবে দাবি করা যেতে পারে? 

আর্থিক পরিষেবা বিভাগের (Department of Financial Services) মতে, কারও দাবিহীন অর্থ যদি ব্যাঙ্কে বা অর্থ নিয়ন্ত্রক সংস্থায় পড়ে থাকে তাহলে উপযুক্ত নথিপত্র দেখিয়ে সেই টাকা ফেরত পাওয়া যাবে। অর্থমন্ত্রী সীতারামন পরিষ্কার করে দিয়েছেন, সরকার এই অর্থ ফেরাতে তৎপর। 

3A মডেলের উপর ভিত্তি করে এর প্রচার চালানো হচ্ছে। সচেতনতা, অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাকশন। সচেতনতা নাগরিকদের দাবিহীন সম্পত্তি কীভাবে খুঁজে বের করতে হয় সে সম্পর্কে তথ্য প্রদান করে। অ্যাক্সেসিবিলিটি ডিজিটাল সরঞ্জাম এবং দাবিহীন তহবিলের অ্যাক্সেস কীভাবে পাওয়া যাবে তা জানাবে। তারপর তা নিয়ে পদক্ষেপ করে দাবি নিষ্পত্তি সম্পন্ন করা হল অ্যাকশন। 

সাধারণ মানুষের যাতে দাবি করতে অসুবিধে না হয় সেজন্য RBI-এর UDGAM (আনক্লেইমড ডিপোজিট গেটওয়ে টু অ্যাক্সেস ইনফরমেশন) সহ সহজ ডিজিটাল পোর্টালগুলি ব্যবহার করা হচ্ছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, দাবি করলেই টাকা পাওয়া যাবে। সেই অর্থ সংগ্রহ করতে এই RBI পোর্টালটিও অ্যাক্সেস করতে পারেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement