Advertisement

Fixed Deposit Rates 2025: ৫ বছরের FD-তে দারুণ রিটার্ন, SBI, PNB-সহ ৫ ব্যাঙ্কের রেট

Fixed Deposit Rates 2025: হাতে কিছু টাকা জমে আছে? সেক্ষেত্রে ৫ বছরের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। শুধু তাই নয়, এর ফলে ট্যাক্স সেভিংসও হতে পারে। আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী, ৫ বছরের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগে বছরে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায়।

ফিক্সড ডিপোজিটে সুদের তালিকা দেখে নিন।ফিক্সড ডিপোজিটে সুদের তালিকা দেখে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2025,
  • अपडेटेड 11:21 AM IST

Fixed Deposit Rates 2025: হাতে কিছু টাকা জমে আছে? সেক্ষেত্রে ৫ বছরের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। শুধু তাই নয়, এর ফলে ট্যাক্স সেভিংসও হতে পারে। আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী, ৫ বছরের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগে বছরে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায়। এর পাশাপাশি দীর্ঘমেয়াদে নিশ্চিত রিটার্নও মেলে। আপনাদের সুবিধার জন্য় ১০ লক্ষ টাকায় কত রিটার্ন হবে, সেই হিসাবও করে দেওয়া হল। ৫ বছরের এফডি-তে কোন ব্যাঙ্কে সবচেয়ে বেশি রিটার্ন হবে? আসুন এক নজরে জেনে নেওয়া যাক।

SBI FD সুদের হার (২০২৫):

  • সুদের হার: ৬.৫০%
  • প্রবীণ নাগরিক: ৭.৫০%
    ১০ লাখ টাকা ৫ বছরের জন্য এসবিআই-তে বিনিয়োগ করলে সাধারণ গ্রাহক প্রায় ₹১৩,৮২,২৬৮ পাবেন। প্রবীণ নাগরিকেরা পাবেন প্রায় ₹১৪,৪৮,৬৬৪।

PNB FD সুদের হার (২০২৫):

  • সুদের হার: ৬.৫০%
  • প্রবীণ নাগরিক: ৭.০০%
    পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০ লাখ টাকা বিনিয়োগে সাধারণ গ্রাহক পাবেন ₹১৩,৮২,২৬৮। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে পরিমাণ হবে প্রায় ₹১৪,২৭,০৫৪।

HDFC ব্যাঙ্কের FD সুদের হার (২০২৫):

  • সুদের হার: ৭.০০%
  • প্রবীণ নাগরিক: ৭.৫০%
    এইচডিএফসি ব্যাঙ্কে ১০ লাখ টাকার এফডি করলে সাধারণ গ্রাহক পাবেন প্রায় ₹১৪,০৩,৮৩৮। প্রবীণ নাগরিকেরা পাবেন ₹১৪,৪৮,৬৬৪।

ICICI ব্যাঙ্কের FD সুদের হার (২০২৫):

  • সুদের হার: ৭.০০%
  • প্রবীণ নাগরিক: ৭.৫০%
    আইসিআইসিআই ব্যাঙ্কে ১০ লাখ টাকার এফডি করলে সাধারণ গ্রাহক পাবেন ₹১৪,০৩,৮৩৮। প্রবীণ নাগরিকদের রিটার্ন হবে ₹১৪,৪৮,৬৬৪।

পোস্ট অফিস FD সুদের হার (২০২৫):

  • সকলের জন্য: ৭.৫০%
    পোস্ট অফিসে ১০ লাখ টাকা ৫ বছরের জন্য এফডি করলে গ্রাহক পাবেন ₹১৪,৪৮,৬৬৪।

৫ বছরের Fixed Deposit-এ সুদের হার ও রিটার্ন:

এসবিআই (SBI) ৬.৫০% ₹১৩,৮২,২৬৮ ৭.৫০% ₹১৪,৪৮,৬৬৪
পিএনবি (PNB) ৬.৫০% ₹১৩,৮২,২৬৮ ৭.০০% ₹১৪,২৭,০৫৪
এইচডিএফসি (HDFC) ৭.০০% ₹১৪,০৩,৮৩৮ ৭.৫০% ₹১৪,৪৮,৬৬৪
আইসিআইসিআই (ICICI) ৭.০০% ₹১৪,০৩,৮৩৮ ৭.৫০% ₹১৪,৪৮,৬৬৪
পোস্ট অফিস (Post Office) ৭.৫০% ₹১৪,৪৮,৬৬৪ ৭.৫০% ₹১৪,৪৮,৬৬৪

৫ বছরের এফডির জন্য প্রবীণ নাগরিকেরা পোস্ট অফিসে সবচেয়ে বেশি রিটার্ন পাবেন। পোস্ট অফিস এবং HDFC বা ICICI ব্যাঙ্কের রিটার্ন একই হবে। তবে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে HDFC ও ICICI ব্যাঙ্কে বিনিয়োগ করলে বেশি লাভ হবে।

Read more!
Advertisement
Advertisement