Advertisement

Narendra Modi: ইউরোপের বাজার ধরতে ব্যবসায়ীরা কী করতে পারেন? জানিয়ে দিলেন মোদী

১ ফেব্রুয়ারি সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। তাঁর আগেই বাজেট অধিবেশন শুরু হয়েছে। আর এই দিন বাজেট নিয়ে বলতে গিয়ে ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দেশের ব্যবসায়ীদের বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'বাজার যখন খুলে গিয়েছে, তখন দারুণ থেকে দারুণ মানের জিনিস নিয়ে বাজারে যান। ভাল মানের জিনিস নিয়ে গেলে ইউরোপের ২৭ দেশের মানুষের থেকে শুধু টাকা কামানোই হবে না, বরং কোয়ালিটিতে মন জিতে নেওয়া যাবে। আর এটার প্রভাব অনেক দিন থাকবে। দশকের পর দশক থাকবে তার প্রভাব।'

নরেন্দ্র মোদীনরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Jan 2026,
  • अपडेटेड 11:23 AM IST
  • ১ ফেব্রুয়ারি সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট
  • আগেই বাজেট অধিবেশন শুরু হয়েছে
  • ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দেশের ব্যবসায়ীদের বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

১ ফেব্রুয়ারি সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। তাঁর আগেই বাজেট অধিবেশন শুরু হয়েছে। আর এই দিন বাজেট নিয়ে বলতে গিয়ে ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দেশের ব্যবসায়ীদের বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'বাজার যখন খুলে গিয়েছে, তখন দারুণ থেকে দারুণ মানের জিনিস নিয়ে বাজারে যান। ভাল মানের জিনিস নিয়ে গেলে ইউরোপের ২৭ দেশের মানুষের থেকে শুধু টাকা কামানোই হবে না, বরং কোয়ালিটিতে মন জিতে নেওয়া যাবে। আর এটার প্রভাব অনেক দিন থাকবে। দশকের পর দশক থাকবে তার প্রভাব।'

এ দিন মোদীর বক্তব্যের বিরাট অংশ জুড়ে ছিল ভারত-ইউ চুক্তি। তিনি জানান, বিশ্বের জন্য আশার কিরণ এবং আকষর্ণের কেন্দ্র হয়ে উঠেছে ভারত। এই কোয়ার্টারের শুরুর সময়ই ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে। ভারতের যুবদের ভবিষ্যত উজ্জ্বল। ফ্রি টেড হতে চলেছে ইউরোপের সঙ্গে। তার সুফল মিলবে। 

পাশাপাশি তিনি দেশের সব ব্যবসায়ীদেরও আজ বার্তা দেন। তিনি বলেন, 'আমি সব ধরনের উৎপাদকদের বলব, যখন ভারত এবং ইউ-এর মধ্যে মাদার অব অল ডিল হয়েছে, তখন দেশের সব উদ্যোক্তা এবং ম্যানুফাকচারারদের কাছে বড় বাজার খুলে গিয়েছে। এখন অনেক সস্তায় আমাদের মাল পৌঁছে যাবে। এই সময় আপনারা বসে থাকবেন না। এই সময় কোয়ালিটির দিকে মন দিতে হবে।'

নতুন কোয়ার্টের শুরু হচ্ছে
মোদীর নিজের বক্তব্যে জানান, ২১ শতকের প্রথম কোয়ার্টার চলে গিয়েছে। দ্বিতীয় কোয়ার্টার শুরু হচ্ছে। ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত তৈরির জন্য একটা গুরুত্বপূর্ণ ২৫ বছরের সময় শুরু হচ্ছে। 

অর্থমন্ত্রীরও প্রশংসা করলেন
দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রশংসা করেন মোদী। তিনি বলেন, 'নির্মলাজি এমন অর্থমন্ত্রী যিনি পরপর ৯ বার দেশের সংসদে বাজেট পেশ করতে চলেছেন। এটা তাঁর জন্য এবং দেশের জন্য একটা গৌরবের বিষয়।' 

রিফর্ম হচ্ছে
নিজের প্রশংসা করে মোদী জানান, এই সরকার রিফর্ম এক্সপ্রেসে চলেছে। সব দিক দিয়েই রিফর্ম হচ্ছে। 

Advertisement

পাশাপাশি তাঁর দাবি, 'আমাদের সব নির্ণয় মানুষ কেন্দ্রিক, আমাদের সব সিদ্ধান্ত মানুষ কেন্দ্রিক। আমরা প্রযুক্তি স্বীকার করব, গ্রহণ করব। কিন্তু আমরা মানুষ কেন্দ্রিক থাকব... বর্তমানে যোজনা ফাইল থেকে মানুষের কাছে পৌঁছে দেয় এই সরকার।' 


 

 

Read more!
Advertisement
Advertisement