Advertisement

Gold Rate Today: সোনার দাম হুড়মুড় করে কমল, আজ কলকাতায় গোল্ড কিনলে কত লাভ?

গণেশ চতুর্থীতে সোনার দাম অনেকটা কমে গেল। আরও সস্তা হয়ে গেল সোনা। গত কয়েক দিন ধরেই সোনার দাম ওঠানামা করছে। সোনা এক অমূল্য সম্পদ। উৎসবের মরশুমে অনেকেই সোনা কেনেন। আজ কলকাতায় সোনা কিনলে কতটা লাভ? জেনে নিন...

সোনার দাম কমল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2024,
  • अपडेटेड 10:49 AM IST
  • গণেশ চতুর্থীতে সোনার দাম অনেকটা কমে গেল।
  • আরও সস্তা হয়ে গেল সোনা।
  • আজ কলকাতায় সোনা কিনলে কতটা লাভ? জেনে নিন...

গণেশ চতুর্থীতে সোনার দাম অনেকটা কমে গেল। আরও সস্তা হয়ে গেল সোনা। গত কয়েক দিন ধরেই সোনার দাম ওঠানামা করছে। সোনা এক অমূল্য সম্পদ। উৎসবের মরশুমে অনেকেই সোনা কেনেন। আজ কলকাতায় সোনা কিনলে কতটা লাভ? জেনে নিন...

কলকাতায় সোনার দাম কত?

 শনিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৬৮০ টাকা। গতকাল দাম ছিল ৬ হাজার ৭২০ টাকা। অর্থাৎ, সোনার দাম অনেকটা কমল।


কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ২৮৭ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৩৩১  টাকা। ফলে সোনার দাম অনেকটা কমল।

 কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৬৬ হাজার ৮০০ টাকা। গতকাল ছিল ৬৭ হাজার ২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭২ হাজার ৮৭০ টাকা। গতকাল ছিল ৭৩ হাজার ৩১০ টাকা। 


গত মাসে অনেকটাই সস্তা হয়েছিল সোনা। অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে আপনি সোনা ও রুপার দাম চেক করতে পারেন। ২২ ক্যারাট সোনা এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। একটি মিসড কল করার সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে সোনার হারের তথ্য পাওয়া যাবে।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement