সোনার দাম ফের বেড়ে গেল। চলতি বছরের শুরু থেকেই সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। কয়েক বার সোনার দাম লাখের গণ্ডি পার করেছিল। তারপরে দাম কিছুটা থিতু হলেও ফের মহার্ঘ সোনা। শুক্রবার কলকাতায় সোনার দাম গতকালের তুলনায় আরও বাড়ল। সামনেই রয়েছে ফের বিয়ের মরশুম। তার আগে সোনার দাম ফের বাড়ায় বিপাকে গ্রাহকরা। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ হবে, জেনে নিন বিশদে...
কলকাতায় সোনার দাম কত?
শুক্রবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯ হাজার ১১০ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ১০৫ টাকা। অর্থাৎ, সোনার দাম সামান্য বাড়ল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৯৩৮ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ৯৩৩ টাকা। ফলে সোনার দাম বাড়ল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৯১ হাজার ১০০ টাকা। গতকাল দাম ছিল ৯১ হাজার ৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৯ হাজার ৩৮০ টাকা। গতকাল ছিল ৯৯ হাজার ৩৩০ টাকা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। গত মার্চ মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, গত বছর অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।