সোনার দাম বদলে গেল কলকাতায়। গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে। সোনা শুধু অলঙ্কার নয়, সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। বিয়ের মরশুম চলছে। এই সময় সোনার চাহিদা তুঙ্গে থাকে। আর এই সময়ই সোনার দাম ফের বদলে গেল। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...
কলকাতায় সোনার দাম কত?
বুধবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেটসোনার দাম ৭ হাজার ৯০৫ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৮১০ টাকা। অর্থাৎ, সোনার দাম বাড়ল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮ হাজার ২৬৪ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ৫২০ টাকা। ফলে সোনার দাম বাড়ল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৭৯ হাজার ৫০ টাকা। গতকাল ছিল ৭৮ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৬ হাজার ২৪০ টাকা। গতকাল ছিল ৮৫ হাজার ২০০ টাকা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। জানুয়ারি মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। গত অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।