Advertisement

Gold Silver Buying Tips: সোনা, রুপো রেকর্ড দাম ছুঁল, এখন কেনা উচিত নাকি আরেকটু অপেক্ষা? এক্সপার্টের মতে...

চলতি বছরে ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে স্পট গোল্ডের দাম। এটির এক আউন্সের দাম ৪,৪৬৯ ডলারে পৌঁছে গিয়েছে। অপরদিকে রুপোর দাম বৃদ্ধি পেয়েছে তার থেকেও বেশি। এটির দাম ১৪০ শতাংশ বেড়েছে। এটার দাম ৬৯ ডলারের উপরে ট্রেড করছে।

সোনা, রুপো কেনা উচিত হবে এখন?সোনা, রুপো কেনা উচিত হবে এখন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2025,
  • अपडेटेड 2:29 PM IST
  • চলতি বছরে ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে স্পট গোল্ডের দাম
  • এক আউন্সের দাম ৪,৪৬৯ ডলারে পৌঁছে গিয়েছে
  • রুপোর দাম বৃদ্ধি পেয়েছে তার থেকেও বেশি

রোজই বাড়ছে সোনা এবং রুপোর দাম। এই দুই ধাতুর দাম পৌঁছে যাচ্ছে নতুন উচ্চতায়। আর এমন পরিস্থিতিতে অনেকে জানতে চাইছেন যে সোনা এবং রুপোয় বিনিয়োগ করা কি এখন ঠিক হবে? আর সেই উত্তরটা জানতে চাইলে নিবন্ধটি পড়তেই হবে।

প্রসঙ্গত, চলতি বছরে ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে স্পট গোল্ডের দাম। এটির এক আউন্সের দাম ৪,৪৬৯ ডলারে পৌঁছে গিয়েছে। অপরদিকে রুপোর দাম বৃদ্ধি পেয়েছে তার থেকেও বেশি। এটির দাম ১৪০ শতাংশ বেড়েছে। এটার দাম ৬৯ ডলারের উপরে ট্রেড করছে।

বাড়ছে দাম

এই প্রশ্নের উত্তরে মেহতা ইকুয়েটিস লিমিটেডের ভিপি কমোডিটিস রাহুল কালান্তারির মতে, ছুটির সপ্তাহের শুরুতেই হুট করে বেড়েছে দাম। তার পিছনে একাধিক কারণও জানিয়েছেন তিনি।

তাঁর মতে, আমেরিকা-ভেনিজুয়েলার মধ্যে যুদ্ধ যুদ্ধ একটা বিষয় চলছে। ও দিকে রাশিয়ার আর্মি জেনারেলের প্রাণ গিয়েছে বোমা হামলায়। আর এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা চাইছে সুরক্ষার পথ। পাশাপাশি আমেরিকার মুদ্রাস্ফীতি এবং ব্যাঙ্ক অব জাপানের পলিসি মিটিংও এই দুই ধাতুকে আরও দামি করে তুলছে।

কালান্তারি জানান, সোনার এখন নতুন সাপোর্ট হল ৪৪৩০ ডলার থেকে ৪২৮৫ ডলার। অপরদিকে রেজিস্ট্যান্স থাকবে ৪৫১০ ডলার থেকে ৪৫৪৫ ডলারে। আবার সিলভারের সাপোর্ট লেভেল রয়েছে ৬৮.৪০ থেকে ৬৭.৭৫ ডলারে। আবার রেজিস্ট্যান্স হল ৭০ থেকে ৭০.৯০ ডলার।

ভারতীয় মার্কেটে আবার সোনার সাপোর্ট রয়েছে ১৩৫৫৫০ থেকে ১৩৪৭১০ টাকায়। আবার রেজিস্ট্যান্স রয়েছে ১৩৭৬৫০ টাকা থেকে ১৩৮৪৭০ টাকা। ও দিকে রুপোর সাপোর্ট রয়েছে ২১১১৫০ টাকা থেকে ২১০২৮০ টাকায়। এটার রেজিস্ট্যান্স হল ২১৩৮১০ টাকা এবং ২১৪৯৭০ টাকা।

কী হতে পারে?

বিশেষজ্ঞরা মনে করছেন, সোনা এখন ওভারব্রট জোনে রয়েছে। তাই একটা প্রফিট বুকিং হতে পারে। তবে খুব বেশি কারেকশনের আশা নেই।

অন্যদিকে বাড়তে পারে রুপোর দাম। কারণ, খনি থেকে রুপো উত্তোলনের সমস্যা হচ্ছে। যার ফলে জোগানে রয়েছে সমস্যা।

Advertisement

এখন কি কেনা উচিত?

বিশেষজ্ঞরা মনে করছেন, এখন কেনা যেতেই পারে। তাতে কিছুটা লাভ হতে পারে। তবে যেই মুনাফা এই বছর হয়েছে, ততটা পরিমাণ না হওয়ার সম্ভাবনাই বেশি।

যদিও শর্ট টার্মে একটা কারেকশন আসতে পারে। কিন্তু আন্তজার্তিক অস্থিরতা বজায় থাকতে পারে। সেই কারণে ভবিষ্যতে সোনা এবং রুপোর দাম বৃদ্ধি পেতে বলেই মনে করা হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement