Advertisement

Google Investment India: ডেটা নিয়ে পড়ছেন? Google এ প্রচুর নিয়োগের সম্ভাবনা, ভারতে বিশাল বিনিয়োগ

ভারতে বিপুল টাকা ঢালতে চলেছে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা Google। সংস্থার পক্ষ থেকে ১০ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করা হবে বলে খবর। ভারতীয় টাকায় যার পরিমাণ ৮৮ হাজার ৭০৫ টাকা। এই পরিমাণ টাকা অন্ধ্রপ্রদেশে বিনিয়োগ করতে চলেছে সংস্থা। সেখানে AI Data Centre গড়ে তোলা হবে। এখানে সমস্ত তথ্য মজুত করে রাখা হবে বলে খবর রয়টার্স সূত্রে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 11:20 AM IST
  • সংস্থার পক্ষ থেকে ১০ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করা হবে বলে খবর
  • ভারতীয় টাকায় যার পরিমাণ ৮৮ হাজার ৭০৫ টাকা
  • এই পরিমাণ টাকা অন্ধ্রপ্রদেশে বিনিয়োগ করতে চলেছে সংস্থা

ভারতে বিপুল টাকা ঢালতে চলেছে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা Google। সংস্থার পক্ষ থেকে ১০ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করা হবে বলে খবর। ভারতীয় টাকায় যার পরিমাণ ৮৮ হাজার ৭০৫ টাকা। এই পরিমাণ টাকা অন্ধ্রপ্রদেশে বিনিয়োগ করতে চলেছে সংস্থা। সেখানে AI Data Centre গড়ে তোলা হবে। এখানে সমস্ত তথ্য মজুত করে রাখা হবে বলে খবর রয়টার্স সূত্রে।

অন্ধ্রপ্রদেশের এক মন্ত্রী এই বিষয়ে জানান, গুগল ভারতে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এর মাধ্যমে ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার তৈরি করা হবে। আর এই চুক্তি মঙ্গলবারই হতে চলেছে বলে জানিয়েছেন তিনি।

বিশাখাপত্তনমে হবে ডেটা সেন্টার
এই ডেটা সেন্টারটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গড়ে তোলা হবে। ১ গিগাওয়াটের ডেটা সেন্টার তৈরি করা হবে এখানে। এই ক্যাম্পাসে থাকবে AI প্রযুক্তি। পাশাপাশি লার্জ স্কেল এনার্জি সোর্স এবং অপটিকাল ফাইবারের কানেকশনও থাকবে এই ক্যাম্পাসে। 

এআই ডেটা সেন্টার নিয়ে চলছে প্রতিযোগিতা
বর্তমান সময়টা এআই এর। সব বড় সংস্থাই এআই-এর উপর জোর দিচ্ছে। আর সেই যুদ্ধে বেশ ভাল জায়গায় রয়েছে গুগল। এই সংস্থা প্রতিদিনই নিজেদের এআই ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। সেই অনুযায়ী চলছে কাজ। এমনকী হচ্ছে বিনিয়োগ। তাই তারা ভারতে একটি নতুন ডেটা সেন্টার খুলতে চলেছে।

এআই ডেটা সেন্টারের লাভ কী? 
এখন সর্বত্র এআই-এর ব্যবহার। আর এই বিষয়টা ভালোই বোঝে গুগল। তাই তারা এআই ডেটা সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে। 

যতদূর খবর, এই ডেটা সেন্টারের মাধ্যমে অনেক উচ্চশক্তি সম্পন্ন সুপার কম্পিউটার এবং সার্ভারে তথ্য পৌঁছে দেবে গুগল। শুধু তাই নয়, এই ডেটার মাধ্যমেই এই মডেলগুলিকে দেওয়া হবে প্রশিক্ষণ। পাশাপাশি তাদের পরীক্ষাও চলবে। 

বিরাট পদক্ষেপ
ভারতে এত বড় বিনিয়োগ সাম্প্রতিক অতীতে খুব বেশি হয়নি। তাই গুগলের এই বিনিয়োগ, আদতে একটা বড় পদক্ষেপ। এই ইনভেস্টমেন্ট দেশে অনেক কর্মসংস্থান এনে দেবে বলেই আশা করা হচ্ছে। তবে সেই সব কর্মসংস্থান অবশ্যই দক্ষ শ্রমিকদের জন্য। বিশেষত, যাঁরা এআই নিয়ে পড়াশোনা করছেন, তাঁদের বিরাট কাজের সুযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। আর এটা ভারতের পক্ষে আদতে ভালো। এ ভাবে বিশ্বের সেরা সংস্থারা দেশে বিনিয়োগ করলে পরিকাঠামো বাড়বে। বৃদ্ধি পাবে কর্মসংস্থান।

Advertisement

 


 

Read more!
Advertisement
Advertisement