Advertisement

UPI Payment Charge: Gpay, PhonePe সহ UPI লেনদেনে চার্জ, টাকাটা গুনতে হবে কাকে? আপনি নাকি মার্চেন্ট?

বস্তুত, গত কয়েক বছরে, বিশেষ করে কোভিড-কাল থেকে  UPI পেমেন্ট ভারতের মেরুদণ্ড হয়ে গিয়েছে বলা যায়। ভারতে UPI পেমেন্ট একমাসে ২৫ লক্ষ কোটি টাকার লেনদেন ছুঁয়েছে। যার নির্যাস, ব্যাঙ্কগুলিতে  UPI পেমেন্টের পরিকাঠামোতে খরচ আরও বাড়াতে হচ্ছে।

UPI পেমেন্টে গুনতে হবে চার্জUPI পেমেন্টে গুনতে হবে চার্জ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2025,
  • अपडेटेड 11:50 AM IST
  • সর্বোচ্চ ৬ টাকা পর্যন্ত চার্জ
  • কিন্তু হঠাত্‍ ব্যাঙ্কগুলি  UPI পেমেন্টে চার্জ চাপাচ্ছে কেন?
  • পেমেন্ট অ্যাগ্রিগেটরদের উপর কী প্রভাব?

Google Pay, PhonePe-র মতো অ্যাপে UPI পেমেন্ট করলে এবার ব্যাঙ্ক চার্জ নেবে। ইতিমধ্যেই ICICI ব্যাঙ্ক ঘোষণা করে দিয়েছে। আশা করা যাচ্ছে, বাকি ব্যাঙ্কগুলিও শীঘ্রই UPI পেমেন্টে চার্জ ঘোষণা করে দেবে। যার নির্যাস, ফ্রি-তে অনলাইন পেমেন্টের দিন শেষ।

সর্বোচ্চ ৬ টাকা পর্যন্ত চার্জ

ICICI ব্যাঙ্ক জানিয়েছে, UPI  ডিজিটাল পেমেন্টে তারা প্রতি ১০০ টাকায় ২ পয়সা করে চার্জ নেবে। সর্বোচ্চ ৬ টাকা পর্যন্ত চার্জ। যাঁদের এসক্রো অ্যাকাউন্ট নয়, তাঁদের ক্ষেত্রে চার্জ প্রতি লেনদেনে ১০ টাকা পর্যন্তও ছুঁতে পারে। এস্ক্রো অ্যাকাউন্ট হল একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের দ্বারা পরিচালিত নিরাপদ অ্যাকাউন্ট, যেখানে কোনও লেনদেনের টাকা, নথি বা সম্পদ অস্থায়ীভাবে রাখা হয় যতক্ষণ না দুই পক্ষের মধ্যে নির্ধারিত শর্তগুলি পূরণ হয়। এই তৃতীয় পক্ষটি সাধারণত একটি ব্যাঙ্ক, আইন সংস্থা বা একটি নিরপেক্ষ অনলাইন প্ল্যাটফর্ম হয়ে থাকে।

যদি ICICI ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়, তাহলে কোনও চার্জ দিতে হবে না। অর্থাত্‍ মার্চেন্ট যদি ICICI ব্যাঙ্কের গ্রাহক হন, তাঁর অ্যাকাউন্টে সরাসরি UPI লেনদেন করলে, ছাড় মিলবে। 

কিন্তু হঠাত্‍ ব্যাঙ্কগুলি  UPI পেমেন্টে চার্জ চাপাচ্ছে কেন?

বস্তুত, গত কয়েক বছরে, বিশেষ করে কোভিড-কাল থেকে  UPI পেমেন্ট ভারতের মেরুদণ্ড হয়ে গিয়েছে বলা যায়। ভারতে UPI পেমেন্ট একমাসে ২৫ লক্ষ কোটি টাকার লেনদেন ছুঁয়েছে। যার নির্যাস, ব্যাঙ্কগুলিতে  UPI পেমেন্টের পরিকাঠামোতে খরচ আরও বাড়াতে হচ্ছে। যাতে সাইবার দুর্নীতি না হয়। এই কয়েক বছরে  UPI পেমেন্ট মানুষের অভ্যাসেও দাঁড়িয়ে গিয়েছে। এখন প্রশ্ন হল, ICICI ব্যাঙ্কের পরে দেশের বাকি ব্যাঙ্কগুলিও যদি  UPI  লেনদেনে চার্জ বসাতে শুরু করে দেয়, তাহলে সেই চার্জ কাকে বহন করতে হবে, গ্রাহককে নাকি মার্চেন্টকে। তা এখনও স্পষ্ট নয়। 

Advertisement

পেমেন্ট অ্যাগ্রিগেটরদের উপর কী প্রভাব?

ব্যাঙ্কের এই পদক্ষেপে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পেমেন্ট অ্যাগ্রিগেটররা। এতদিন পর্যন্ত তারা অন্য পরিষেবা থেকে রোজগার করে UPI লেনদেনের খরচ কিছুটা ভর্তুকি দিয়ে আসছিল। কিন্তু এখন ব্যাকএন্ডের খরচ (ব্যাকএন্ড চার্জ) বাড়ায়, ব্যবসায়ীদের সেই খরচ থেকে বাঁচিয়ে রাখা তাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। এর ফলে সামনে হয়তো দাম বাড়ানো, মার্চেন্টদের সঙ্গে নতুন করে দরকষাকষি, বা রাউটিং-সেটেলমেন্টে নতুন কৌশল আনার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্য কিছু বেসরকারি ব্যাঙ্ক যেমন অ্যাক্সিস ব্যাঙ্ক ও ইয়েস ব্যাঙ্কও নাকি একই ধরনের চার্জ চালু করেছে। এই তিনটি ব্যাঙ্ক, ICICI-সহ UPI পরিষেবায় দেশের সেরা পরিষেবা দাতাদের মধ্যে পড়ে, এবং তারা অনেকটা পরিমাণে লেনদেনের দুই পক্ষ (যিনি টাকা দেন ও যিনি টাকা নেন) সামলায়।

শিল্প মহলের মতে, এই নতুন চার্জের পেছনে হয়তো নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কিছু 'ইশারা' রয়েছে। এক পেমেন্ট কোম্পানির এক কর্তা বলেছেন, UPI নেটওয়ার্ক ও ব্যাঙ্কিং পরিকাঠামোয় ব্যাঙ্কগুলি প্রচুর টাকা ঢেলেছে। এখন তারা যদি কোনও রাজস্ব মডেল খোঁজে, সেটা অস্বাভাবিক নয়। 

 

Read more!
Advertisement
Advertisement