জীবনবিমা (Term Life Insurance) এবং স্বাস্থ্যবিমা বা হেল্থ ইনসিওরেন্সের (Health Insurance)-এর প্রিমিয়ামকে GST-র আওতার বাইরে করার একটি প্রস্তাব রয়েছে। সব কিছু ঠিক থাকলে, এই প্রস্তাব পাশ শীঘ্রই হয়ে যেতে পারে। যার নির্যাস, জীবন বিমা ও স্বাস্থ্যবিমার খরচ অনেকটাই মতে পারে। বিমা পলিসির প্রিমিয়ামে তার প্রভাব পড়তে পারে।
বর্তমানে স্বাস্থ্য বিমা ও জীবনবিমা পলিসির GST কত?
এখন আপনি টার্ম লাইফ ইনসিওরেন্স বা জীবনবিমা ও স্বাস্থ্য বিমা কিনলে বা রিনিউ করলে, আপনাকে ১৮ শতাংশ GST গুনতে হয় প্রিমিয়ামে। অর্থাত্ মূল প্রিমিয়ামের ১৮ শতাংশ বেশি টাকা দিতে হয়। উদাহরণ হিসেবে, যদি আার বার্ষিক প্রিমিয়াম ২০ হাজার টাকা হয়, সে ক্ষেত্রে ১৮ শতাংশ GST বাবদ বাড়তি ৩ হাজার ৬০০ টাকা দিতে হয়। তাহলে মোট প্রিমিয়াম দাঁড়াল ২৩ হাজার ৬০০ টাকা।
কর ধার্য করা হয় মোট প্রিমিয়ামের উপর। কিছু নির্দিষ্ট সিঙ্গল-প্রিমিয়াম লাইফ পলিসির ক্ষেত্রে আলাদা আলাদা অংশে আলাদা হারে কর চাপে। উদাহরণস্বরূপ, কিছু প্রচলিত প্ল্যানে প্রথম বছরের প্রিমিয়ামের উপর ৪.৫% হারে কর ধার্য হয়। কিন্তু বেশিরভাগ নিয়মিত পলিসির ক্ষেত্রেই কার্যকরী করের হার যথেষ্ট বেশি থেকেই যায়।
নতুন প্রস্তাবে কী বলা হয়েছে?
জীবনবিমা ও স্বাস্থ্যবিমা নিয়ে নতুন প্রস্তাবে বলা হয়েছে, এই দুই বিমা পলিসিতে GST তুলে দেওয়া হবে। যদি এই প্রস্তাব GST কাউন্সিল অনুমোদন দেয়, তাহলে গ্রাহককে শুধুমাত্র বেসিক প্রিমিয়াম দিতে হবে। বাড়তি ১৮ শতাংশ টাকা আর দিতে হবে না। বিমা বিশেষজ্ঞরা বলছেন, এর জেরে সামগ্রিক ভাবে বিমা পলিসির প্রিমিয়াম ১৫ শতাংশ কমে যেতে পারে।
বিমা পলিসির প্রিমিয়াম সত্যিই অনেকটা কমে যাবে?
হ্যাঁ, কাগজ-কলমে কমবে। কিন্তু একটাফাঁদ রয়েছে। বর্তমানে বিমা কোম্পানিগুলি তাদের ব্যাক-এন্ডের খরচ, যেমন প্রযুক্তি, কাস্টমার সার্ভিস ও ডিস্ট্রিবিউশন খাতে যে জিএসটি দেয়, তার জন্য ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC) দাবি করে। কিন্তু যদি প্রিমিয়ামের উপর থেকে জিএসটি তুলে দেওয়া হয়, তাহলে সেই ক্রেডিট আর থাকবে না। অর্থাৎ ওই খরচগুলি আর ফেরত পাওয়া যাবে না। ইকোনমিক টাইমস-এ উদ্ধৃত বিশেষজ্ঞদের মতে, এর ফলে ক্ষতি পুষিয়ে নিতে বিমা কোম্পানিগুলি বেস প্রিমিয়াম বাড়াতে পারে। বিশ্লেষকরা বলছেন, এর থেকে ভাল সমাধান হত, যদি বিমাকে ‘জিরো-রেটেড’ ক্যাটেগরিতে নিয়ে আসা যেত। তাতে গ্রাহকদের উপর কোনও জিএসটি চাপানো হত না, আবার বিমা সংস্থাগুলিও ITC দাবি করার সুযোগ পেত।
কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে?
GST কাউন্সিলের আগামী বৈঠকেই সম্ভবত এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হবে। পরের বৈঠক রয়েছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি। সে ক্ষেত্রে উত্সবের মরশুম শুরুর আগেই এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যেতে পারে। দীপাবলির মুখেই হয়তো ঘোষণা করা হবে।
-সমাপ্ত-