Advertisement

GST Hike: সিগারেট,গুটখা, কোল্ডড্রিঙ্কসের ব্যাপক দাম বাড়ার সম্ভাবনা, কত? দাম কমতেও পারে কিছু পণ্যের

যেমন, রেডিমেড পোশাকের ক্ষেত্রে বর্তমানে ১৫০০ টাকা দাম পর্যন্ত রেডিমেড পোশাকে ৫ শতাংশ জিএসটি রয়েছে। ১৫০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে রেডিমেড পোশাকে ১৮ শতাংশ জিএসটি ও ১০ হাজার টাকার উপরের পোশাকে ২৮ শতাংশ জিএসটি রয়েছে।

জিএসটি বৃদ্ধির প্রস্তাব
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Dec 2024,
  • अपडेटेड 10:54 AM IST
  • ১৪৮টি পণ্যের উপর GST পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে
  • বর্তমান জিএসটি কাঠামোটি কেমন?
  • মন্ত্রিগোষ্ঠীর আগের বৈঠকের প্রস্তাব

দাম বাড়তে চলেছে কোল্ডড্রিঙ্কসের। একই সঙ্গে অনেকটা দাম বাড়তে পারে সিগারেট সহ অন্যান্য তামাকজাত দ্রব্যেরও। অল্পস্বল্প নয়, এই দ্রব্যগুলির উপরে একেবারে ৩৫ শতাংশ GST চাপানোর প্রস্তাব দিল কেন্দ্রের মন্ত্রিগোষ্ঠী। সংবাদ সংস্থা PTI জানাচ্ছে, বর্তমানে এই পণ্যগুলির উপরে ২৮ শতাংশ জিএসটি রয়েছে। তা বাড়িয়ে ৩৫ শতাংশ করা হোক। যার নির্যাস, একলাফে অনেকটা দাম বেড়ে যাবে।

১৪৮টি পণ্যের উপর GST পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে

বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে একাধিক জিনিসের উপর জিএসটি বাড়ানো ও কমানোর উপরে আলোচনা হয়েছে। মূলত শারীরিক ও মানসিক ক্ষতি হয়, এমন পণ্যকে অর্থনীতির ভাষায় 'sin goods' বলা হয়। এই দ্রব্যগুলিতে জিএসটি বাড়িয়ে সার্বিক ভাবে জিনিসপত্রের দামের ব্যালেন্স করার বিষয়ে পর্যালোচনা হয়েছে বৈঠকে।  মোট ১৪৮টি পণ্যের উপর GST পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। 

যেমন, রেডিমেড পোশাকের ক্ষেত্রে বর্তমানে ১৫০০ টাকা দাম পর্যন্ত রেডিমেড পোশাকে ৫ শতাংশ জিএসটি রয়েছে। ১৫০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে রেডিমেড পোশাকে ১৮ শতাংশ জিএসটি ও ১০ হাজার টাকার উপরের পোশাকে ২৮ শতাংশ জিএসটি রয়েছে। আগামী ২১ ডিসেম্বর মন্ত্রিগোষ্ঠী জিএসটি কাউন্সিলের বৈঠকে রিপোর্টটি পেশ করবে। তারপর ওই প্রস্তাবগুলিতে সিদ্ধান্ত নেওয়া হবে। 

বর্তমান জিএসটি কাঠামোটি কেমন?

জিএসটি সিস্টেম অনুযায়ী, অত্যাবশ্যক পণ্যের ক্ষেত্রে কিছু পণ্য জিএসটি-র আওতার বাইরে, কিছু পণ্যের উপরে খুব কম জিএসটি। আবার লাক্সারি দ্রব্যের উপরে জিএসটি বেশি। লাক্সারি ও ক্ষতিকর পণ্যগুলির উপরেই মূলত জিএসটি-র হার বেশি। এগুলির মধ্যে রয়েছে গাড়ি, ওয়াশিংমেশিন, সিগারেট সহ সব তামাকজাত পণ্য, কার্বনেটেড পানীয়, জিএসটি-র হার ২৮ শতাংশ। 

মন্ত্রিগোষ্ঠীর আগের বৈঠকের প্রস্তাব

প্যাকেজড পানীয় জল (২০ লিটার বার তার বেশি) জিএসটি-র হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হোক।

Advertisement

১০ হাজার টাকার নীচের সাইকেলের জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হোক।

এক্সারসাইজ নোটবুকের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হোক।

১৫ হাজার টাকার বেশি দামের জুতোর উপরে জিএসটি ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হোক।

২৫ হাজার টাকার বেশি দামের হাতঘড়ির জিএসটি-র হার ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হোক। 

 


TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement