
ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিতে চলেছে বিশ্বের বৃহত্তম সিমেন্ট সংস্থা হোলসিম লিমিটেড (Holcim Limited)। তাদের ব্যবসা কিনতে দর হেঁকেছে একাধিক বড় সংস্থা। সেই দৌড়ে রয়েছে আদানি গোষ্ঠীও। হোলসিম গোষ্ঠীর ভারতের ব্যবসা কিনে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে তারা।
গত ১৭ বছর ধরে ভারতে ব্যবসা করছে Holcim গোষ্ঠী। Ambuja Cement, ACC Ltd এবং Mycem-এ মালিকানা রয়েছে তাদের। এর মধ্যে দুটি অম্বুজা সিমেন্ট ও এসিসি লিমিটেড স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। অম্বুজা সিমেন্টে হোলসিমের ৬৩.১ শতাংশ শেয়ার রয়েছে। এসিসি লিমিটেডে অম্বুজা সিমেন্টের ৫০.০৫ শতাংশ শেয়ার। এসিসিতে প্রত্যক্ষভাবে ৪.৪৮ শতাংশও শেয়ারও আছে হোলসিমের।
Holcim গোষ্ঠী অন্য ব্যবসায় মনোনিবেশ করতে চাইছে। সে কারণে তারা ব্যবসা বিক্রি করবে। এ জন্য আদানি গোষ্ঠীর সঙ্গেও কথা বলেছে সংস্থাটি। আদানি গ্রুপ সম্প্রতি সিমেন্ট ব্যবসায় নেমেছে। ভারতীয় বাজারে Holcim বর্তমানে আল্ট্রাটেক সিমেন্টের পরে ভারতীয় বাজারে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি। অম্বুজা সিমেন্ট এবং এসিসি লিমিটেডের সম্মিলিত বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬৬ মিলিয়ন টন। আদানি গ্রুপ এই দুই সিমেন্ট কোম্পানি কিনলে ভারতীয় সিমেন্ট ব্যবসায় দু'নম্বরে চলে আসবে।
Holcim গোষ্ঠীর ব্যবসা কিনতে আদানি ছাড়াও JSW-ও আগ্রহী। দুপক্ষের আলোচনাও হয়েছে। এছাড়া শ্রী সিমেন্টের মতো কোম্পানিগুলোও হোলসিমের ব্যবসা কিনতে আগ্রহ দেখাচ্ছে।
এদিকে শেয়ার বাজারে আদানির স্টকগুলি এখন মালামাল করছে বিনিয়োগকারীদের। আদানি গ্রিন এনার্জির এমক্যাপ বেড়ে হয়েছে ৪.৪৮ লক্ষ কোটি টাকা। এর ফলে আদানি গ্রিন এখন BSE-এর অষ্টম সর্বাধিক মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। আদানি গ্রিন এই সপ্তাহে সোমবার শীর্ষ ১০ মূল্যবান কোম্পানির তালিকায় ঢুকেছে। লেনদেনের শেষ ৩ দিনে শেয়ার দর আরও বেড়েছে। আদানি গ্রিন এখন এমক্যাপের ক্ষেত্রে বজাজ ফিন্যান্স এবং এইচডিএফসিকে পিছনে ফেলেছে।