Advertisement

Auto Company IPO: ২০ বছর পর আসছে গাড়ি সংস্থার আইপিও, ছাপিয়ে যাবে LIC-র অর্থও

কোম্পানি ভারতীয় স্টক মার্কেট থেকে প্রায় ৩ বিলিয়ন ডলার (প্রায় ২৫০০০ কোটি টাকা) অর্থ তোলার চেষ্টা করবে বলে জানা গিয়েছে। সব পরিকল্পনা ঠিকঠাক চললে এটাই হতে চলেছে এ দেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও।

আইপিও-র খবর আইপিও-র খবর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Jun 2024,
  • अपडेटेड 3:22 PM IST
  • খনও পর্যন্ত দেশের সবচেয়ে বড় আইপিও আনার রেকর্ড এলআইসির।
  • ২০ বছর পর গাড়ি নির্মাণকারী সংস্থার আইপিও।

দেশের সবচেয়ে বড় আইপিও আনতে চলেছে গাড়িশিল্পের বড় সংস্থা হুন্ডাই (Hyundai)। অটো কোম্পানি SEBI-এর কাছে খসড়া দাখিল করেছে। এখন শুধুমাত্র অনুমোদনের অপেক্ষা। কোম্পানি ভারতীয় স্টক মার্কেট থেকে প্রায় ৩ বিলিয়ন ডলার (প্রায় ২৫০০০ কোটি টাকা) অর্থ তোলার চেষ্টা করবে বলে জানা গিয়েছে। সব পরিকল্পনা ঠিকঠাক চললে এটাই হতে চলেছে এ দেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও।

এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বড় আইপিও আনার রেকর্ড এলআইসির। ২০২২ সালে $২.৭ বিলিয়ন সংগ্রহের জন্য একটি আইপিও এনেছিল LIC। SEBI-এর কাছে জমা দেওয়া কাগজপত্র অনুসারে, Hyundai Motors-এর IPO সম্পূর্ণরূপে অফার ফর সেল ইস্যু হবে। এর অধীনে প্রোমোটাররা ১০ টাকা মূল্যে ১৪.২ কোটি শেয়ার বিক্রি করবে। 

নতুন শেয়ার ইস্যু করবে না হুন্ডাই মোটর 

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সেবি-তে জমা দেওয়া খসড়া অনুযায়ী,হুন্ডাই মোটর আইপিওর অধীনে নতুন শেয়ার ইস্যু করবে না। দক্ষিণ কোরিয়ার মূল কোম্পানি নিজেদের অংশীদারিত্বে থাকা একটি অংশ বিক্রি করবে খুচরো ও অন্যান্য বিনিয়োগকারীদের বেচবে। প্রয়োজনে কোম্পানিটি প্রি-আইপিও রাউন্ডের চিন্তাভাবনাও করতে পারে। 

২০ বছর পর গাড়ি নির্মাণকারী সংস্থার আইপিও

যাত্রিবাহী গাড়ি বিক্রির সংখ্যায় ২০২৪ সালের আর্থিক বছরে মারুতি সুজুকির পরে দেশের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি হুন্ডাই। মারুতি সুজুকির মার্কেট ক্যাপ প্রায় $৪৮ বিলিয়ন। মারুতি সুজুকির আইপিও ২০০৩ সালে এসেছিল। তার ২০ বছর পর ভারতে একটি গাড়ি নির্মাণকারী সংস্থার আইপিও আসতে চলেছে। হুন্ডাই মোটর ইন্ডিয়া আইপিওর মাধ্যমে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার তোলার লক্ষ্য নিয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার পরে ভারতে সবচেয়ে বেশি আয় করে Hyundai। এই কোম্পানির লক্ষ্য,আইপিও এনে মূলধন বাড়াতে পারে। এছাড়াও নিজেদের বাজার বাড়ানোর চেষ্টাও করছে সংস্থা। বাজারে প্রবেশ করতে কোটাক মাহিন্দ্রা, সিটিব্যাঙ্ক, মরগান স্ট্যানলি, জেপি মরগান এবং এইচএসবিসি-এর মতো বিনিয়োগ ব্যাঙ্কগুলির সঙ্গে সমঝোতা করেছে হুন্ডাই। 

Advertisement

হুন্ডাইয়ের বিক্রিবাটা কেমন? 

অটো কোম্পানিটি মে মাসের বিক্রি ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৬৩,৫৫১ ইউনিটে বিক্রি করেছে তারা। গত বছরের একই সময়ে তা ছিল ৫৯,৬০১ ইউনিট। গত মাসে SUV বিভাগে অভ্যন্তরীণ বিক্রয়ে এর অংশীদারিত্ব ছিল ৬৭ শতাংশের বেশি। এই বছরের এপ্রিলে Hyundai Motor India 2030 সালের মধ্যে পাঁচটি নতুন বৈদ্যুতিক গাড়ি চালু করার পরিকল্পনা করেছে কোম্পানি।

Read more!
Advertisement
Advertisement