Advertisement

Income Tax Saving Options: ২২% পর্যন্ত রিটার্ন, মার্চের আগে এই ৩ ফান্ডে বিনিয়োগ করলে বাঁচবে কর

আয়কর বাঁচানোর পাশাপাশি অর্থ বিনিয়োগের পোর্টফোলিওকে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। ৩১ মার্চ পর্যন্ত একাধিক ট্যাক্স সেভিংস স্কিমে বিনিয়োগ করে আয়কর দেওয়ার সময় ছাড়ের দাবি করতে পারেন। বিজনেস টুডে-কে বজাজ ক্যাপিটালের সিইও কামায়ানি অনিরুধ নগর কয়েকটি স্কিমের কথা জানিয়েছেন। যা কর বাঁচাতে সাহায্য করবে। 

ইক্যুইটি লিংকড ফান্ডে বিনিয়োগ। ইক্যুইটি লিংকড ফান্ডে বিনিয়োগ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jan 2023,
  • अपडेटेड 1:22 PM IST
  • আয়কর বাঁচান ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করে।
  • ২২ শতাংশ পর্যন্ত পান রিটার্ন।

চলতি অর্থবছর শেষ হতে খুব বেশি সময় নেই। ৩১ মার্চ প্রায় চলে এল। তাই আর্থিক পরিকল্পনা কয়েকদিনের মধ্যেই সেরে ফেলতে হবে। বিশেষত অনেক করদাতারা কর সাশ্রয়ের জন্য একেবারে শেষ মুহূর্তে বিনিয়োগ করেন। আবার অনেকে এখনও কর বাঁচানোর পরিকল্পনা নেননি। কোথাও বিনিয়োগ করেননি। কর সাশ্রয়ের জন্য কী কী পরিকল্পনা করবেন, রইল তার হদিশ। 

আয়কর বাঁচানোর পাশাপাশি অর্থ বিনিয়োগের পোর্টফোলিওকে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। ৩১ মার্চ পর্যন্ত একাধিক ট্যাক্স সেভিংস স্কিমে বিনিয়োগ করে আয়কর দেওয়ার সময় ছাড়ের দাবি করতে পারেন। বিজনেস টুডে-কে বজাজ ক্যাপিটালের সিইও কামায়ানি অনিরুধ নগর কয়েকটি স্কিমের কথা জানিয়েছেন। যা কর বাঁচাতে সাহায্য করবে। 

পাবলিক প্রভিডেন্ট ফান্ড- দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উত্তম মাধ্যম পিপিএফ। পাওয়া যাচ্ছে ৭.১ শতাংশ সুদ। পিপিএফে বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি ধারায় বছরে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করে কর ছাড় পাবেন। এখানে বিনিয়োগ নিরাপদ। নিশ্চিত আয়ের গ্যারান্টি। 

আরও পড়ুন

ইক্যুইটি-লিঙ্কড সেভিংস স্কিম- ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম (ELSS) হল এমন এক ধরনের মিউচুয়াল ফান্ড যা প্রাথমিকভাবে সংস্থার ইক্যুইটি শেয়ারে বিনিয়োগ করে। এই স্কিমগুলির লক-ইন পিরিয়ড হল ৩ বছর। আয়কর আইনের ৮০সি ধারায় কর ছাড়ের সুবিধা মেলে। আর্থিক বছরে ELSS-এ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে বিনিয়োগ করলে বছরে ১৭.৪৮ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। রইল ৩ ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমের তালিকা- 


১। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্যাক্স অ্যাডভান্টেজ ফান্ড - ডিরেক্ট প্ল্যান (Bank of India Tax Advantage Fund - Direct Plan) 

২১ জানুয়ারি পর্যন্ত ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্যাক্স অ্যাডভান্টেজ ফান্ডের ডিরেক্ট প্ল্যানে ৩ বছরে রিটার্ন দিয়েছে ২২.২৭ শতাংশ। ৫ বছরের রিটার্ন ১২.৭০ শতাংশ। এই তহবিলে দেশীয় শেয়ারে ৯৯.৮২ শতাংশের বিনিয়োগ রয়েছে। এর মধ্যে ৪৮.২৫ শতাংশ লার্জ ক্যাপ স্টকগুলিতে, ১৮.৫৮ শতাংশ মিড ক্যাপ স্টকগুলিতে এবং ১৬ শতাংশ স্মল ক্যাপ স্টকগুলিতে রয়েছে। ঋণে বিনিয়োগ ০.০৮ শতাংশ। পুরোটাই সরকারি সিকিউরিটিজে।

Advertisement

২। কানারা রোবেকো ইক্যুইটি ট্যাক্স সেভার ফান্ড (Canara Robeco Equity Tax Saver Fund) 

২১ জানুয়ারি পর্যন্ত কানারা রোবেকো ইক্যুইটি ট্যাক্স সেভার ফান্ডে তিন বছরের বিনিয়োগে রিটার্ন ১৯.৯৭ শতাংশ। ৫ বছরের রিটার্ন ১৫.১২ শতাংশ।  দেশীয় ইক্যুইটিতে ৯৬.৪২ শতাংশ বিনিয়োগ রয়েছে। এর মধ্যে ৫৯.৯৫ শতাংশ লার্জ ক্যাপে, ১৪.৮৯ শতাংশ মিড ক্যাপে এবং স্মল ক্যাপে ৫.৯৪ শতাংশ বিনিয়োগ। 

৩। ডিএসপি ট্যাক্স সেভার ফান্ড (DSP Tax Saver Fund)

২১ জানুয়ারি পর্যন্ত ডিএসপি ট্যাক্স সেভার ফান্ডে তিন বছরে সুদ মিলেছে ১৮ শতাংশ। সেখানে ৫ বছরের রিটার্ন ১২.৪৩ শতাংশ। তহবিলে দেশীয় ইক্যুইটিতে ৯৯.৩৬ শতাংশ বিনিয়োগ রয়েছে। এর মধ্যে ৬০.৭৪ শতাংশ লার্জ ক্যাপ স্টকগুলিতে, ১৭.৪ শতাংশ মিড ক্যাপে এবং ৭.৫৫ শতাংশ স্মল ক্যাপে বিনিয়োগ। 

এছাড়া যেখানে বিনিয়োগ করতে পারেন- 

জীবন বীমা পলিসি- জীবন বিমা পলিসি থাকলে আয়কর আইনের ৮০সি ধারায় আয়কর বাঁচাতে পারেন। একটি অর্থ বছরে সর্বাধিক বিনিয়োগ সীমা ১.৫ লক্ষ টাকায় ছাড় মেলে। 

ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)- ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করেও আয়করে ছাড় পেতে পারেন। ৮০সি ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।  ৮০সিসিডি (১বি) ধারায় অতিরিক্ত ৫০ হাজার টাকা বিনিয়োগে মেলে ছাড়। সবমিলিয়ে ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে ছাড় পেতে পারেন। 

 

Read more!
Advertisement
Advertisement