Advertisement

India Gdp : ১০ বছরে জিডিপি বৃদ্ধি দ্বিগুণ, জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ অর্থনীতিতে পরিণত হবে ভারত?

গত ১০ বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি চমকে দেওয়ার মতো। আমেরিকা ও চিনের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশকেও পিছনে ফেলেছে ভারত। এই দেশগুলোর তুলনায় ভারতের জিডিপি প্রায় দ্বিগুণ বেড়েছে।

GDP GDP
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 24 Mar 2025,
  • अपडेटेड 4:17 PM IST
  • গত ১০ বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি চমকে দেওয়ার মতো
  • আমেরিকা ও চিনের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশকেও পিছনে ফেলেছে ভারত

গত ১০ বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি চমকে দেওয়ার মতো। আমেরিকা ও চিনের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশকেও পিছনে ফেলেছে ভারত। এই দেশগুলোর তুলনায় ভারতের জিডিপি প্রায় দ্বিগুণ বেড়েছে। যদিও উন্নশীলদেশগুলোর জিডিপি বৃদ্ধির সুযোগ সব সময় বেশি। সেই সূত্রেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার তাৎপর্যপূর্ণ। 

পরিসংখ্যান অনুযায়ী, ভারতের জিডিপি ২০১৫ সালের ২.১ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৫ সালে ৪.৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে। মাত্র ১০ বছরের মধ্যে এটি বিরাট অগ্রগতি। এভাবে ১০৫ শতাংশ বৃদ্ধি খুব কমই দেখা যায়। আমেরিকা, চিন, জার্মানি এবং জাপানের পর ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।

গত ১০ বছরে বড় দেশগুলির মধ্যে চিনের জিডিপি বেড়েছে ৭৬ শতাংশ। সেখানে আমেরিকার ৬৬ শতাংশ। এমন পরিস্থিতিতে নজর কেড়েছে ভারত। কার্যত রকেট গতিতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে পঞ্চম দেশ হিসেবে বিশ্বে জায়গা করে নিয়েছে। ভারতের অর্থনীতি এত উন্নত হওয়ার পিছনের কারণ হল অর্থনৈতিক নীতি, বাণিজ্য ও শিল্পের সংস্কার। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারতের এই অগ্রগতি এখন চলতে থাকবে। এই ধারা বজায় থাকলে জাপানকে শীঘ্রই পিছনে ফেলে দিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। 

বিশ্বের অন্য প্রধান অর্থনৈতিক দেশগুলির মধ্যে গত 10 বছরে জার্মানির অর্থনীতি ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে ব্রিটেনের অর্থনীতি ২৮ শতাংশ, ফ্রান্সের জিডিপি ৩৮ শতাংশ, ইতালির ৩৯ শতাংশ, কানাডার ৪৪ শতাংশ, ব্রাজিলের ২৮ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ৫২ শতাংশ এবং রাশিয়ার জিডিপি ৭ শতাংশ বেড়েছে। বেশিরভাগ রেটিং এবং গবেষণা সংস্থা ভবিষ্যদ্বাণী করেছে, ভারত ২০২৯ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে।

প্রসঙ্গত, ১৯৯০ সালে বিশ্ব অর্থনীতিতে ১২ তম স্থানে ছিল ভারত। ২০০০ সালে আর এক ধাপ নীচে নেমে যায় নয়াদিল্লি। এর পর অবশ্য ধীরে ধীরে উপরের দিকে চড়তে থাকে অর্থনীতির সূচক। ফলে ২০২০ সালে নবম এবং ২০২৩ সালে পঞ্চম স্থানে চলে আসে সেটি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement