Advertisement

ভারত-EU চুক্তি কেন 'মাদার অফ অল ডিলস'? PM মোদী যা বোঝালেন...

প্রজাতন্ত্র দিবসের পরের দিনই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মেগা চুক্তি করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে 'মাদার অফ অল ডিলস' বলে দাবি করেছেন। এই একই চুক্তি করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনেও।

কেন এই চুক্তিকে 'মাদার অফ অল ডিলস' বললেন PM মোদীও?কেন এই চুক্তিকে 'মাদার অফ অল ডিলস' বললেন PM মোদীও?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Jan 2026,
  • अपडेटेड 2:39 PM IST
  • প্রজাতন্ত্র দিবসের পরের দিনই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মেগা চুক্তি করল ভারত।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে 'মাদার অফ অল ডিলস' বলে দাবি করেছেন।
  • কেন এই ট্রেড ডিলকে 'মাদার অফ অল ডিলস'বলা হচ্ছে?

প্রজাতন্ত্র দিবসের পরের দিনই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মেগা চুক্তি করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে  'মাদার অফ অল ডিলস' বলে দাবি করেছেন। এই একই চুক্তি করেছেন  ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনেও। কিন্তু কেন এই ট্রেড ডিলকে 'মাদার অফ অল ডিলস'বলা হচ্ছে? বুঝে নেওয়া যাক।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ভারত-ইইউ'র মধ্যে এই চুক্তি উভয় দিকের জন্য সুযোগ খুলে দেবে। ভারতে আসার আগে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনে এটিকে সবচেয়ে বড় চুক্তি বলে আখ্যায়িত করছিলেন। আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারত-ইইউ এফটিএকে 'মাদার অফ অল ডিলস' বলছেন। 

এদিন চুক্তি সম্পন্ন হওয়ার পরে প্রধানমন্ত্রী মোদী বলেন, "ভারত-EU চুক্তি বিশ্বের দুটি শীর্ষস্থানীয় অর্থনীতির মধ্যে পার্টনারশিপের একটি নিখুঁত উদাহরণ। এই চুক্তি বিশ্বব্যাপী জিডিপির ২৫% এবং বিশ্বব্যাপী বাণিজ্যের এক-তৃতীয়াংশের সমান।" তিনি বলেন, EU-র সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে উৎপাদন ও পরিষেবা খাত চাঙ্গা হয়ে উঠবে।

বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে

ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী বলেন, "এটি প্রতিটি বিনিয়োগকারী এবং ব্যবসায়ীর ভারতে বিনিয়োগের জন্য আস্থা বৃদ্ধি করবে। আমি এর জন্য দেশের জনগণকে অভিনন্দন জানাই।" 

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি কী কী ক্রয়-বিক্রয় করে? 

ভারত এবং EU ভুক্ত দেশগুলি উল্লেখযোগ্য পরিমাণে প্রয়োজনীয় পণ্য আমদানি ও রপ্তানি করে। গত অর্থবছরে দুই দেশের মধ্যে মোট আমদানি ও রপ্তানির পরিমাণ রয়েছে ১৩৬ বিলিয়ন ডলারেরও বেশি।  ইউরোপীয় ইউনিয়ন থেকে ভারতে আমদানি করা জিনিসের তালিকায় রয়েছে উচ্চমানের যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, বিমান, চিকিৎসা সরঞ্জাম এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি। অন্যদিকে, ভারত থেকে EU-তে রপ্তানি করা জিনিসগুলির মধ্যে রয়েছে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য, ইলেকট্রনিক্স, স্মার্টফোন, পোশাক, যন্ত্রপাতি ও কম্পিউটার, লোহা ও ইস্পাত, ওষুধজাত পণ্য এবং রত্ন ও গয়না। 
 

 

Read more!
Advertisement
Advertisement