Advertisement

ট্রাম্প OUT! ভারত-ইউরোপ ডিল ফাইনাল, মদ থেকে ভোজ্য তেল, গাড়ি... কী কী সস্তা হবে?

দেশে একাধিক জিনিসের দাম কমতে চলেছে। কারণ বেশ কিছু ইউরোপীয় পণ্যের দামের উপর থেকে শুল্ক কমতে চলেছে। সেগুলি কী কী? জেনে নেওয়া যাক।

মোদীর মাস্টারস্ট্রোকে সস্তা হচ্ছে ভোজ্য তেল সহ বহু জিনিসেরমোদীর মাস্টারস্ট্রোকে সস্তা হচ্ছে ভোজ্য তেল সহ বহু জিনিসের
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Jan 2026,
  • अपडेटेड 1:37 PM IST
  • রাশিয়া থেকে তেল কেনা নিয়ে গোঁসা করে ভারতের উপর বিরাট শুল্কের বোঝা চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • নতুন করে গেম প্ল্যান সাজিয়ে গা ঝাড়া দিয়ে উঠেছে ভারত।
  • ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সাক্ষর করল ভারত।

রাশিয়া থেকে তেল কেনা নিয়ে গোঁসা করে ভারতের উপর বিরাট শুল্কের বোঝা চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকেই মনে করেছিলেন এরফলে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছিল নয়াদিল্লি। তবে আসল বিষয়টি তা নয়। নতুন করে গেম প্ল্যান সাজিয়ে গা ঝাড়া দিয়ে উঠেছে ভারত। আর তাই ট্রাম্পের যাবতীয় রক্তচক্ষু উপেক্ষা করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সাক্ষর করল ভারত। আজ, মঙ্গলবার এই চুক্তি সাক্ষরিত হওয়ার ফলে দেশে একাধিক জিনিসের দাম কমতে চলেছে। কারণ বেশ কিছু ইউরোপীয় পণ্যের দামের উপর থেকে শুল্ক কমতে চলেছে। সেগুলি কী কী? জেনে নেওয়া যাক।

ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই বাণিজ্য চুক্তির ফলে কমতে চলেছে নানা কেমিক্যাল, মেডিক্যাল সামগ্রী, অস্ত্রোপচারের সামগ্রী ও মদের দাম। 

মদের উপর শুল্ক কতটা কমতে চলেছে?

নয়া ট্রেড ডিলের আওতায় বিয়ার, ওয়াইন ও স্পিরিটের উপর থেকে শুল্ক কমে যাবে। বিয়ারের উপর শুল্ক কমে হতে চলেছে ৫০ শতাংশ, যা আগে ছিল ১১০ শতাংশ। ওয়াইনের উপর শুল্ক কমে হতে চলেছে ২০-৩০ শতাংশ, যা আগে ছিল ১৫০ শতাংশ। স্পিরিটের উপর শুল্ক কমে হতে চলেছে ৪০ শতাংশ। ফলে  ভারতীয় প্রিমিয়াম অ্যালকোহল বাজারে প্রতিযোগিতা বাড়বে, যার লাভ পাবেন সুরাপ্রেমীরা।

একাধিক পণ্যে শুল্ক পুরোপুরি ০ করা হচ্ছে

নতুন ট্রেড ডিলের আওতায় অলিভ তেল, মার্জারিন এবং অন্য উদ্ভিজ্জ তেলের উপর থেকে শুল্ক পুরোপুরি মুছে ফেলে শূন্য শতাংশ করা হচ্ছে। ফলে এই জিনিসগুলির দাম অনেকটা কমে যাবে।

গাড়ির দাম কমতে চলেছে

বর্তমানে ভারতীয় বাজারে ইউরোপ থেকে আমদানি করা গাড়ির উপরে ১১০ শতাংশ শুল্ক রয়েছে। ট্রেড ডিলের আওতায় তা ১০ শতাংশে নামিয়ে আনা হবে। তবে একবারে নয়, ধীরে ধীরে এই পদক্ষেপ নেওয়া হবে। যন্ত্রপাতির উপর ৪৪% এবং রাসায়নিকের উপর ২২% পর্যন্ত করের বেশিরভাগই প্রত্যাহার করা হবে। এছাড়াও, মেডিক্যাল সামগ্রী ও অস্ত্রোপচার সামগ্রীর উপরও শুল্ক কম হতে চলেছে।  

Advertisement

গ্রিন এনার্জি ও পরিবেশের জন্য ৫০০ মিলিয়ন ইউরো

বাণিজ্যের বাইরেও এই চুক্তিতে জলবায়ু পরিবর্তন ও মোকাবিলার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন আগামী দু'বছরে ভারতকে ৫০০ মিলিয়ন ইউরো  বা প্রায় ৪৫০০ কোটি টাকা এই খাতে দিতে চলেছে। এই ফান্ড ভারতের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ও পরিবেশ বান্ধব শিল্পের উন্নতি সাধনে ব্যবহার করা হবে। 

 

Read more!
Advertisement
Advertisement