
মঙ্গলবার প্রায় দুই দশক ধরে আলোচিত হয়ে আসা ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তি হওয়ার পরেই সারা দেশজুড়ে আলোচনার শিরোনামে রয়েছে খবরটি। কিন্তু ভারত-EU চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেই একাধিক শেয়ারের দামে ধস লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে পানীয়ের শেয়ারগুলিতে এই সিজনে ধস নামে।
কোন কোন শেয়ারের দাম পড়ল?
IFB Agro Industries Ltd-এর শেয়ারের দাম ৫ শতাংশ পড়েছে। Winsome Breweries Ltd-এর দাম পড়েছে ৫.০৪ শতাংশ, Fratelli Vineyards Ltd-এর শেয়ারের দাম পড়েছে ৪.৬৪ শতাংশ, Sula Vineyards Ltd-এর দর পড়েছে ৩.৪০ শতাংশ ও United Spirits Ltd-এর দাম এদিন ১.৫৮ শতাংশ পড়েছে। এছাড়াও, Radico Khaitan Ltd-এর শেয়ারের দাম ১.৫৫ শতাংশ পড়েছে এবং United Breweries Ltd-এর দর পড়েছে ১.৩৮ শতাংশ।
অন্যদিকে, Orient Beverages -এর শেয়ারের দাম ৩.১৬ শতাংশ পড়েছে, Varun Beverages Ltd-এর শেয়ারের দাম পড়েছে ০.৫৯ শতাংশ।
কেন হঠাৎ করে মদ প্রস্তুতকারক কোম্পানিগুলির শেয়ারের দাম পড়ল?
WealthMills Securities-এর ডিরেক্টর ক্রান্থি বাঠিনী শেয়ারগুলির দাম কমা প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, "এই ভারত-ইইউ বাণিজ্য চুক্তির প্রভাব মদ প্রস্তুতকারক কোম্পানিগুলির উপর নিরপেক্ষ হবে। কারণ শুল্ক পর্যায়ক্রমে কার্যকর করা হবে। তবে ভবিষ্যতে ভারতীয় কোম্পানিগুলির প্রতিযোগিতা বাড়বে। কিছু ইউরোপীয় কোম্পানি ভারতে তাদের ব্যবসা শুরু করতে পারে। যা গ্রাহকদের জন্য ভালো বিষয়।"
Geojit Investments-এর রিসার্চ প্রধান বিনোদ নায়ার এ প্রসঙ্গে বলেছেন, বাজারে তীব্র প্রতিযোগিতা বৃদ্ধির আশঙ্কাতেই মদ প্রস্তুতকারক কোম্পানিগুলির শেয়ারের দামে পতন ঘটে।
(বি.দ্র: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। এই প্রতিবেদনে কোথাও বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়নি, তথ্য তুলে ধরা হয়েছে মাত্র। নিজ দায়িত্বে শেয়ার বাজারে বিনিয়োগ করুন।)