India Today Conclave 2023: শুরু হয়েছে ২০তম ইন্ডিয়া টুডে কনক্লেভ (India Today Conclave 2023)। ১৭ ও ১৮ মার্চ, দুদিন ব্যাপী চলবে এই কনক্লেভ। এবারের কনক্লেভে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এছাড়াও দেশ ও বিদেশের রাজনীতি, সংস্কৃতি, খেলা, বিনোদন সহ নানা ক্ষেত্রের সফল ব্যক্তিত্বরা হাজির হচ্ছেন এই মঞ্চে।
এই অনুষ্ঠানে যোগ দিয়ে RPSG গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) বলেন, বিশ্ববাসিকে প্রধানমন্ত্রী মোদী ভারতকে সম্মান করতে শিখিয়েছেন। তিনি বলেন, "যখন গোটা বিশ্বের অগ্রগতি থমকে গিয়েছে, ভারত তখন উঠে দাঁড়িয়েছে। কয়েক বছর আগেও, আপনি যখন দেশের বাইরে গিয়েছেন, তখন কেউ ভারতীয়দের কোনও সম্মান দেয়নি। আজ যখন আপনি দেশের বাইরে গিয়ে বলেন, 'আমি ভারত থেকে এসেছি', তখন আপনি সম্মান পাবেন। গোটা বিশ্বকেই মোদীজি ভারতকে সম্মান করতে শিখিয়েছেন।"
আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান বলেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার দেশের উদ্যোগপতি এবং শিল্পের ক্ষেত্রে বড় চিন্তা-ভাবনা করার সুযোগ তৈরি করে দিয়েছে। এখানে এখন ব্যবসা করার সুযোগ এক কথায় অসাধারণ।"
একজন সফল উদ্যোক্তা হিসাবে মুকেশ আম্বানির ভুয়সী প্রশংসা করেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি নিঃসংকোচে মুকেশ আম্বানির নাম করে বলেন, “তাঁর সিদ্ধান্ত কার্যকর করার দক্ষতা, তাঁর দৃষ্টিভঙ্গি, তাঁর পরিপূর্ণ ভাবনা চিন্তা, তাঁর সহানুভূতিশীল মনভাব আর মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতা এক কথায় অনবদ্য। আমার মনে হয়, ভারতে তাঁর মতো করে ভাবনা-চিন্তা করার সাহস আর কেউ দেখাতে পারবে না।"