Advertisement

50 Years of India Today: ইন্ডিয়া টুডে-র ৫০ বছর উপলক্ষে NSE-তে সেরিমনিয়াল বেল রিঙ্গিং, 'নতুন অধ্যায়ের সূচনা' বললেন অরুণ পুরী

অরুণ পুরী বলেন, 'সময় বদলে গিয়েছে, মিডিয়ার পরিবেশও বদলেছে। এখন পাঠক-দর্শকের বড় অংশই মোবাইল, ভিডিও ও ডিজিটাল প্ল্যাটফর্মে খবর দেখেন। সেই কারণে ইন্ডিয়া টুডে গ্রুপও ডিজিটাল খবর, ভিডিও কন্টেন্ট এবং অনলাইন প্ল্যাটফর্মে আরও শক্তভাবে এগিয়ে যাচ্ছে। যে যুগই আসুক, সত্য ও উচ্চমানের সাংবাদিকতার পথ থেকে আমরা কখনও সরে যাইনি। ভবিষ্যতেও এই প্রতিশ্রুতিই আমাদের পথ দেখাবে।'

এনএসই-তে ঘণ্টা বাজিয়ে ৫০ বছরকে স্মরণীয় করলেন অরুণ পুরীএনএসই-তে ঘণ্টা বাজিয়ে ৫০ বছরকে স্মরণীয় করলেন অরুণ পুরী
Aajtak Bangla
  • মুম্বই,
  • 12 Dec 2025,
  • अपडेटेड 6:24 PM IST
  • ‘নতুন অধ্যায় শুরু হল’ বললেন অরুণ পুরী
  • ডিজিটালের দিকে আরও জোর
  • ৫০ বছরের সাফল্য তুলে ধরলেন NSE-র সিইও

গৌরবের ৫০ বছর। গর্বের ৫০ বছর। আর ঐতিহাসিক মুহূর্তকে আরও সমৃদ্ধ করে তুলতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE)-এ ঘণ্টা বাজানোর বিশেষ ইভেন্ট অনুষ্ঠিত হল। ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উপস্থিত ছিলেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীর চেয়ারম্যান ও এডিটর ইন চিফ অরুণ পুরী ও ভাইস চেয়ারপার্সন ও এগজিকিউটিভ এডিটর ইন চিফ কলি পুরী এবং বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট অতিথি।

‘নতুন অধ্যায় শুরু হল’ বললেন অরুণ পুরী

অনুষ্ঠানে অরুণ পুরী ও কলি পুরী একসঙ্গে ঘণ্টা বাজিয়ে ইন্ডিয়া টুডের নতুন অধ্যায়ের সূচনা করেন। ঘণ্টা বাজানোর পর অরুণ পুরী বলেন, 'এই ঘণ্টা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটা আমাদের পরবর্তী ৫০ বছরের নতুন অনুপ্রেরণা। এটি আমাদের সাফল্যের প্রতিধ্বনি।' তিনি আরও জানান, ইন্ডিয়া টুডে শুরু করার সময় তিনি ভাবতেও পারেনি, এই গ্রুপ আজ এই উচ্চতায় পৌঁছবে। এত দীর্ঘ পথ চলার পিছনে রয়েছে টিমের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং সত্য খবর তুলে ধরার ধারাবাহিক প্রচেষ্টা।

আরও পড়ুন

ডিজিটালের দিকে আরও জোর

অরুণ পুরী বলেন, 'সময় বদলে গিয়েছে, মিডিয়ার পরিবেশও বদলেছে। এখন পাঠক-দর্শকের বড় অংশই মোবাইল, ভিডিও ও ডিজিটাল প্ল্যাটফর্মে খবর দেখেন। সেই কারণে ইন্ডিয়া টুডে গ্রুপও ডিজিটাল খবর, ভিডিও কন্টেন্ট এবং অনলাইন প্ল্যাটফর্মে আরও শক্তভাবে এগিয়ে যাচ্ছে। যে যুগই আসুক, সত্য ও উচ্চমানের সাংবাদিকতার পথ থেকে আমরা কখনও সরে যাইনি। ভবিষ্যতেও এই প্রতিশ্রুতিই আমাদের পথ দেখাবে।'

NSE-তে ইন্ডিয়া টুডে-র ৫০ বছর পূর্তিতে ঘণ্টা বাজানোর বিশেষ অনুষ্ঠান

৫০ বছরের সাফল্য তুলে ধরলেন NSE-র সিইও

অনুষ্ঠানে NSE-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আশিস চৌহান ইন্ডিয়া টুডে-র প্রশংসা করে বলেন, 'একটি প্রতিষ্ঠানের ৫০ বছর ধরে টিকে থাকা এবং ক্রমশ বড় হওয়া নিজেই বিরাট সাফল্য। ইন্ডিয়া টুডে গ্রুপ পত্রিকা থেকে টিভি, তারপর একাধিক চ্যানেল, ব্যবসায়িক চ্যানেল এবং এখন সোশ্যাল মিডিয়া, সব ক্ষেত্রেই দুর্দান্ত এগিয়ে গিয়েছে।'

তিনি বলেন, 'আমি ইন্ডিয়া টুডে পড়ে বড় হয়েছি। আজও ঘুমোতে যাওয়ার আগে আজ তক দেখি। ইন্ডিয়া টুডে গ্রুপের সাফল্যের অন্যতম বড় কারণ হল সততা, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং বিশ্বাসযোগ্য কন্টন্ট।'

Advertisement

উৎসবের আবহে ভবিষ্যতের পরিকল্পনার ইঙ্গিত

এদিনের অনুষ্ঠান শুধু ৫০ বছরের যাত্রা উদযাপনের মধ্যেই আটকে ছিল না। ডিজিটাল মিডিয়া, তথ্য প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন গ্রুপের নেতৃত্ব। অতিথি, সাংবাদিক এবং উপস্থিত সকলেই জানিয়ে দেন, আগামী দিনে ইন্ডিয়া টুডে গ্রুপ আরও বড় লক্ষ্য নিয়ে এগোবে, আরও নতুন ধরনের কন্টেন্ট ও প্রযুক্তির ব্যবহারে দর্শককে নতুন অভিজ্ঞতা দেবে। উৎসবমুখর পরিবেশে শেষ হওয়া এই অনুষ্ঠান ইন্ডিয়া টুডে গ্রুপের ৫০ বছরের সাফল্যকে যেমন উদযাপন করল, তেমনই আগামী বছরে নতুন উদ্যমে পথচলার বার্তাও দিল।

Read more!
Advertisement
Advertisement