Advertisement

Britain Scotch whisky: হতাশ মায়ের ভক্তরা, ব্রিটিশ PM কথা দিলেও কালীপুজোয় এল না স্কচ হুইস্কি

ইন্দো-ব্রিটিশ মুক্ত বাণিজ্য চুক্তি দীপাবলির মধ্যে সেরে ফেলার কথা বলেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে ব্রিটেনের বাণিজ্য সচিব কেমি বাজেনোচ জানিয়ে দিয়েছেন,'ওই সময়সীমার মধ্যে চুক্তি সম্পন্ন করার কথা ভাবা হচ্ছে না। নির্দিষ্ট তারিখের চেয়ে চুক্তিকেই বেশি অগ্রাধিকার দেওয়া উচিৎ।'

ব্রিটিশ স্কচ হুইস্কি। ব্রিটিশ স্কচ হুইস্কি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Oct 2022,
  • अपडेटेड 9:02 PM IST
  • ইন্দো-ব্রিটিশ মুক্ত বাণিজ্য চুক্তি দীপাবলির মধ্যে সেরে ফেলার কথা বলেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
  • সে দেশের হুইস্কি শিল্প আরও একটা সুযোগ হাতছাড়া করল।

মদ-মাংস ছাড়া কালীপুজো জমে না। পুজোর দিনে মায়ের সুরারসিক ভক্তরা মদ্যপান করে থাকেন। সেই গ্লাসে যদি পড়ত ব্রিটেনের স্কচ হুইস্কি। তাহলে কেয়াবাৎ! কিন্তু এই কালীপুজোয় তা আর হচ্ছে না। কারণ এখনও ঝুলে রয়েছে ইন্দো-ব্রিটিশ মুক্ত বাণিজ্য। কালীপুজোর 'ডেডলাইন'থাকলেও তা সম্ভব হচ্ছে না। 

ইন্দো-ব্রিটিশ মুক্ত বাণিজ্য চুক্তি দীপাবলির মধ্যে সেরে ফেলার কথা বলেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে ব্রিটেনের বাণিজ্য সচিব কেমি বাজেনোচ জানিয়ে দিয়েছেন,'ওই সময়সীমার মধ্যে চুক্তি সম্পন্ন করার কথা ভাবা হচ্ছে না। নির্দিষ্ট তারিখের চেয়ে চুক্তিকেই বেশি অগ্রাধিকার দেওয়া উচিৎ।'

চুক্তির 'ডেডলাইন' নিয়ে ব্রিটিশ সরকার ভাবছে না। তবে সে দেশের হুইস্কি শিল্প আরও একটা সুযোগ হাতছাড়া করল। দীপাবলিতে গোটা দেশেই প্রচুর মদ বিক্রি হয়। মাত্র ২ শতাংশ স্কচ হুইস্কি বিকোয় এ দেশে। প্রতি বছর ২৪ কোটি বোতল তৈরি হয়। ভারতের হুইস্কির উৎপাদন স্কচের চেয়ে আড়াইগুণ বেশি। ২০২১ সালে স্কচ হুইস্কির উৎপাদনে গোটা বিশ্বে অষ্টম স্থানে ছিল ভারত। 

আরও পড়ুন

ইন্দো-ব্রিটেন চুক্তি হলে আর্থিক উন্নতি ও কর্মসংস্থান সৃষ্টিতে লাভবান হবে ব্রিটেন। তা ৩০০ মিলিয়ন থেকে ৬ বিলিয়ন ইউরো। এদিকে কর বাবদ কোষাগার  ভরাতে পারবে ভারত সরকার। যা  প্রায় ৩.৪ বিলিয়ন ইউরো। স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশনের সিইও মার্ক কেন্ট জানান, আমরা চাই যত দ্রুত সম্ভব চুক্তি বাস্তবায়ন হোক। ভারতে রফতানি করে এ দেশে প্রচুর কর্মসংস্থান তৈরি করতে পারব। ভারতের বিনিয়োগ ও আয় বাড়াতেও সক্ষম হব।'

Read more!
Advertisement
Advertisement