Advertisement

Indian Economy: ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতি কত দিনের মধ্যে? সময় জানালেন IMF-এর গীতা

২০২৭ সালের মধ্যে ভারতের অর্থনীতি বিশ্বের তিন নম্বরে উঠে আসবে এমনটাই দাবি করলেন আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপিনাথ। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের আর্থিক অগ্রগতি দেখে এমন মন্তব্য করেছেন গীতা। পাশাপাশি তিনি এও বলেছেন, ভারতবর্ষের অর্থনীতি খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। এর ফলেই ২০২৭-এর মধ্যে ভারত তিন নম্বরে উঠে আসবে। 

Gita GopinathGita Gopinath
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2024,
  • अपडेटेड 1:13 PM IST

২০২৭ সালের মধ্যে ভারতের অর্থনীতি বিশ্বের তিন নম্বরে উঠে আসবে এমনটাই দাবি করলেন আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপিনাথ। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের আর্থিক অগ্রগতি দেখে এমন মন্তব্য করেছেন গীতা। পাশাপাশি তিনি এও বলেছেন, ভারতবর্ষের অর্থনীতি খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। এর ফলেই ২০২৭-এর মধ্যে ভারত তিন নম্বরে উঠে আসবে। 

ভারতকে ‘ইঞ্জিন অফ গ্লোবাল গ্রোথ’ বলে এর আগে আখ্যায়িত করেছেন গীতা গোপীনাথ। তবে অভীষ্ট সেই লক্ষ্যে পৌঁছনোর কিছু দাওয়াই ও বাতলে দিয়েছিলেন তিনি। গীতা বলেন, এর জন্য বিদেশি লগ্নির জন্য পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। পরিকাঠামোর সংস্কার করতে হবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে ধরে রাখতে হবে। এই কাজ গুলো করতে পারলেই আগামী দিনে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারবে মত গীতার। ডিজিটাল পরিকাঠামো উন্নয়ন বেসরকারি লগ্নি টানার অনুকূল পরিবেশ তৈরির পক্ষে তার মত প্রকাশ করেন গীতা।

গীতা বলেন, 'গত অর্থবছরের প্রত্যাশার চেয়ে অনেক ভালো করেছে ভারতের অর্থনীতি এবং সেই প্রভাব দেখেই এই বছরের জন্য আমরা এমন পূর্বাভাস পেয়েছি।' FMCG এবং টু-হুইলার বিক্রির জন্য নতুন ডেটা, IMF ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য ভারতের বৃদ্ধি অনুমান বেড়ে ৭% হয়েছে।

গীতা গোপীনাথ বলছেন ভারত এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে ও তার সুফল পাচ্ছে। ভারতের ডিজিটাল উন্নয়নের দিকে তাকিয়ে অনেক দেশ। গীতার মত ভারতের প্রতিবেশি চিনের অর্থনীতি বর্তমানে কিছুটা স্থিমিত হলেও ভবিষ্যতে তা ঘুরে দাঁড়াবে। জি-২০ সামিটে সভাপতিত্বে ভারতের অকুণ্ঠ প্রশংসা করেন গীতা গোপীনাথ। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের এই প্রশংসা ভারতকে নিঃসন্দেহে এক ধাপ এগিয়ে দেবে। 

 

Read more!
Advertisement
Advertisement