Advertisement

Stock Market Crash: শেয়ারবাজারে হাহাকার, প্রায় ৩ লক্ষ কোটি ডুবল একদিনে, কোন কোন স্টকে 'লালবাতি'?

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ক্র্যাশ করল ভারতীয় শেয়ারবাজার। এ দিন অনেকটা পড়ল Nifty এবং Sensex। যার ফলে বড় লস বিনিয়োগকারীদের।

শেয়ার মার্কেট ক্র্যাশ (ছবি: Gemini AI)শেয়ার মার্কেট ক্র্যাশ (ছবি: Gemini AI)
Aajtak Bangla
  • মুম্বই,
  • 30 Oct 2025,
  • अपडेटेड 4:55 PM IST
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ক্র্যাশ করল ভারতীয় শেয়ারবাজার
  • এ দিন অনেকটা পড়ল Nifty এবং Sensex
  • যার ফলে বড় লস বিনিয়োগকারীদের।

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ক্র্যাশ করল ভারতীয় শেয়ারবাজার। এ দিন অনেকটা পড়ল Nifty এবং Sensex। যার ফলে বড় লস বিনিয়োগকারীদের।

এ দিন BSE তে লিস্টেড কোম্পানির মার্কেট ক্যাপিটাইলাইজেশন কমে ৪৭২ লক্ষ কোটিতে গিয়ে দাঁড়ায়। এটাই গতকাল ছিল ৪৭৫ লক্ষ কোটিতে। আর এই পরিসংখ্যানে এটা পরিষ্কার যে বিনিয়োগকারীদের ৩ লক্ষ কোটি টাকা ডুবে গেল আজ।

আসলে আমেরিকার ফেডারেল রিজার্ভ নিজেদের রেট কমিয়েছে। আর এটা তারা পরপর দুই বছর করল। সেই কারণে সারা বিশ্বের শেয়ারবাজারেই নেতিবাচক প্রভাব পড়েছে। আর সেই ঢেউ আছড়ে পড়ল ভারতের স্টক মার্কেটেও। এছাড়া আমেরিকা ও চিনের বাণিজ্য সমঝোতার দিকেও সকলের নজর ছিল। তার ফলেও কিছুটা পড়েছে শেয়ারবাজার বলেই খবর।

এ দিন সেনসেক্স শেষ করে ৮৪,৪০৪.৪৬ পয়েন্টে। এটি ৫৯২.৬৭ পয়েন্ট পড়ে যায়। শতাংশের হিসেবে প্রায় ০.৭০ শতাংশ ডাউন। ও দিকে পড়েছে নিফটিও। এ দিন এই সূচক ১৭৬.০৫ পয়েন্ট তলিয়ে গিয়েছে। এটি পড়েছে ০.৬৮ শতাংশ। শেষ করেছে ২৫,৮৭৭.৮৫ পয়েন্ট।

কোন কোন শেয়ারের অবস্থা খারাপ?

এ দিন শেয়ারবাজারের অধিকাংশ স্টকই লালে ট্রেড করছে। Bharti Airtel পড়েছে ১.৫৪ শতাংশ। এখন শেয়ারের দাম রয়েছে ২০৬৮ টাকায়। Power Grid শেয়ারের দাম কমেছে ১.৩৫ পারসেন্ট। পাশাপাশি Tech Mahindra, Infosys, Bajaj Finance এবং Reliance Industries পড়েছে যথাক্রমে ১.৩৩ শতাংশ, ১.১৮ শতাংশ, ১.০৪ শতাংশ এবং ১.০৪ শতাংশ।

এছাড়া আর ৫ স্টক বাজারকে টেনে নামিয়েছে। সেগুলি হল- HDFC Bank, Reliance Industries, Bharti Airtel, ICICI Bank এবং Infosys।

কোন সেক্টরের কী খবর?

এ দিন BSE IT ইনডেক্স কমেছে ০.৫২ শতাংশ। এটি রয়েছে ৩৫,১৬৬.৪৮-এ। ও দিকে BSE Bankex index পড়েছে ০.৭২ শতাংশ। এটি এখন রয়েছে ৬৫,২৯৮.১২ পয়েন্ট।

এ দিন ৪৩২২ অ্যাক্টিভলি ট্রেড করেছে সেনসেক্সে। সেখানে ১৮৮৩টি স্টক উপরে শেষ করেছে। আবার ২২৭৯ শেয়ারের দাম কমেছে। তাই এখন সতর্ক থাকতে হবে। ভেবে চিন্তে করতে হবে বিনিয়োগ। নইলে লোকসান হওয়ার রয়েছে আশঙ্কা।

Advertisement

শুরু ডাউন ট্রেন্ড? 

না, এমনটা বলছেন না বিশেষজ্ঞরা। তবে চোখকান খোলা রাখতে হবে। দেখতে হবে নতুন করে কোনও ট্রেন্ড শুরু হচ্ছে কি না। সেই মতো নিতে হবে সিদ্ধান্ত। 

পরিশেষে বলি, এই নিবন্ধটি পড়ে কোনও শেয়ার কেনাবেচা করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। নিন বিশেষজ্ঞের পরামর্শ।

Read more!
Advertisement
Advertisement