Advertisement

Stock Market Crash: শেয়ারবাজার খুলতেই ধড়াম! কয়েক কোটি টাকা ডুবল, কোন কোন স্টকের হাল খারাপ?

বুধবার বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার ফেডারেল রিজার্ভ। তারা নিজেদের পলিসি রেট কমিয়েছে। এই নিয়ে পরপর দুই বছর রেট কমাল তারা। আর এই সিদ্ধান্তের ফলে এশিয়ার অধিকাংশ মার্কেট বৃহস্পতিবার গ্রিন জোনে রয়েছে। সেই ট্রেন্ড দেখেই আশা ছিল ৩০ অক্টোবর উঠবে শেয়ারবাজার। তবে হল ঠিক তার উল্টো। এ দিনের শুরুতেই ক্র্যাশ করল Sensex এবং Nifty। এই দুটি সূচক আজ ধপাস করে পড়েছে। এই সেশনে Reliance, Airtel থেকে Tata Steel এর মতো সব বড় শেয়ারগুলিও রেড জোনে রয়েছে।

শেয়ারবাজারে ভাঙনশেয়ারবাজারে ভাঙন
Aajtak Bangla
  • মুম্বই,
  • 30 Oct 2025,
  • अपडेटेड 10:18 AM IST
  • বুধবার বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার ফেডারেল রিজার্ভ
  • তারা নিজেদের পলিসি রেট কমিয়েছে
  • এ দিনের শুরুতেই ক্র্যাশ করল Sensex এবং Nifty

বুধবার বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার ফেডারেল রিজার্ভ। তারা নিজেদের পলিসি রেট কমিয়েছে। এই নিয়ে পরপর দুই বছর রেট কমাল তারা। আর এই সিদ্ধান্তের ফলে এশিয়ার অধিকাংশ মার্কেট বৃহস্পতিবার গ্রিন জোনে রয়েছে। সেই ট্রেন্ড দেখেই আশা ছিল ৩০ অক্টোবর উঠবে ভারতের শেয়ারবাজার। তবে হল ঠিক তার উল্টো। এ দিনের শুরুতেই ক্র্যাশ করল Sensex এবং Nifty। এই দুটি সূচক আজ ধপাস করে পড়েছে। এই সেশনে Reliance, Airtel থেকে Tata Steel এর মতো সব বড় শেয়ারগুলিও রেড জোনে রয়েছে।

সেনসেক্স নেমে গিয়েছে ৩০০ পয়েন্ট, ২৬০০০ নীচে নিফটি

আজ দিনের শুরুতেই ফল করে সেনসেক্স। গতকাল সেনসেক্স শেষ করেছিল ৮৪৯৯৭.১৩ পয়েন্টে। তবে আজ শুরুই হয় ৮৪,৭৫০ পয়েন্টে। তারপর এটি ৩০০ পয়েন্ট আরও পড়ে যায়। সূচক পৌঁছে যায় ৮৪৬৯০ তে। ও দিকে একই অবস্থা রয়েছে নিফটিরও। এই সূচক বুধবার শেষ করে ২৬০৫৩.৯০ তে। আর দিনের শুরুটাই হয় খারাপ। এই সূচক ছিল ২৫৯৮৪ পয়েন্টে। তারপর এটি আরও ১০৩ পয়েন্ট পড়ে যায়। তাতেই কোটি কোটি টাকার লোকসান হয় বিনিয়োগকারীদের।

এই সব স্টকের অবস্থা খারাপ

আজ শুরুতেই কিছু স্টকের হাল খারাপ হয়ে যায়। এ দিন BSE লার্জক্যাপের ৩০টি স্টকের মধ্যে ২৯টির হালই শোচনীয়। এগুলির মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হল Sunpharma Share (১.৬২%), Bharti Airtel (১.৪০%), Tata Steel (১.১০%)। শুধু তাই নয়, এ দিন Reliance-এর শেয়ারও নিম্নমুখী। এটিও লালে ট্রেড করছে।

ও দিকে মিডক্যাপ ক্ষেত্রে Bharti Hexacom Share (২.২৮%), LIC Housing Share (২.৬৮%) এবং UBL Share (১.৮০%) নীচে ট্রেড করছে। এছাড়া স্মলক্যাপ স্টকগুলিতেও আজ ভাঙন শুরু হয়েছে। IXIGO-এর শেয়ার পড়েছে প্রায় ১৮ শতাংশ। এছাডা Shaily Share (৬.২৬%) এবং Everest India Share (৫.৪৮%) স্লিপ করেছে।

আবার কি শুরু ডাউন ট্রেন্ড?

এই বিষয়টা সম্পর্কে এখনই কিছু জানাতে পারছেন না বিশেষজ্ঞরা। তারা মার্কেটের দিকে সদা নজর রেখে চলেছেন। আর সকলকে রাখতেও বলেছেন। তাহলেই এই মার্কেটে সঠিকভাবে বিনিয়োগ করা যাবে।

Advertisement

পরিশেষে বলি, এই নিবন্ধটি পড়ে আবার বিনিয়োগ করতে যাবেন না। বরং নিজে রিসার্চ করুন। পাশাপাশি নিন বিশেষজ্ঞের পরামর্শ। তারপরই বিনিয়োগ করবেন। নইলে ঠকতে হবে।

Read more!
Advertisement
Advertisement