
টানা কয়েকদিন উত্থানের পর আজ নামল ভারতের শেয়ারবাজার। এ দিন Sensex ৩৪৪.৫২ পয়েন্ট নীচে নেমেছে। এখন সূচক রয়েছে ৮৪,২১১.৮৮ পয়েন্টে। ওদিকে নেমেছে Nifty-ও। এটি স্লিপ করেছে ৯৬.২৪ পয়েন্ট। এখন নিফটি রয়েছে ২৫,৭৯৫.১৫ পয়েন্টে।
Ashika Institutional Equities জানিয়েছে, আজকের ট্রেডিং শেসনের প্রথম থেকেই খারাপ শুরু করে নিফটি। ২৬০০০-এর নীচেই গোটা দিন ছিল সূচক। তারপর এটি ২৮০০০-এর পয়েন্টেরও তলায় স্লিপ করে যায়।
এই সংস্থার পক্ষ থেকে জানান হয়, নিফটির মতোই অবস্থা ছিল ব্যাঙ্ক নিফটির। পাশাপাশি সব বড় সেক্টরেই সেলিং হয়েছে। আর পরিস্থিতি আরও খারাপ হয়, যখন ভারতের বাণিজ্যমন্ত্রী আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কোনও দ্রুততা নেই বলে জানিয়ে দেন। এই কথাটা শোনার বিনিয়োগকারীদের কনফিডেন্স কিছুটা কমে যায়। তার ফলে ব্যাঙ্ক, কনজিউমার গুডস, হেলথকেয়ার, ফিনিয়ান্সিয়াল সার্ভিস এবং ফার্মা স্টক পড়তে শুরু করে দেয়। ওদিকে মেটাল এবং রিয়েলিটি স্টকের দাম কিছুটা ঊর্ধ্বমুখী।
কোন কোন শেয়ার পড়ল?
এ দিন খুব দাম পড়েছে Hindustan Unilever-এর। এটির দাম কমেছে ৩.২০ শতাংশ। UltraTech Cement পড়েছে ১.৯২ শতাংশ। Kotak Mahindra Bank নেমেছে ১.৬৫ শতাংশ। Adani Ports কমেছে ১.৬৫ শতাংশ। Titan স্লিপ করে যায় ১.৫৭ শতাংশ।
এ দিকে নিফটি মিডক্যাপ ১০০ পড়েছে ০.২৪ শতাংশ। নিফটি স্মলক্যাপ ১০০ নীচে নেমেছে ০.২১ শতাংশ।
দাম বেড়েছে কিছু স্টকের
ICICI Bank বেড়েছে ০.৮৮ শতাংশ। BEL উঠেছে ০.৮৪ শতাংশ। Sun Pharma বৃদ্ধি পেয়েছে ০.৬৩ শতাংশ। আর ITC ০.৩০ শতাংশ পেয়েছে বৃদ্ধি।
কী হতে পারে?
এখনই এই বিষয়ে মন্তব্য করতে নারাজ বিশেষজ্ঞরা। তবে এই কয়েক দিনে শান্ত হয়েছে বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি। এমনকী ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়েও ভাল খবর এসেছে। সেই কারণে মোটের উপর শেয়ারবাজার উপরে যাওয়ারই আশা করছেন তাঁরা।
তবে এই ধরনের পরিস্থিতি যখন খুশি বদলে যেতে পারে। নতুন কোনও খবরে টলে যেতে পারে শেয়ারবাজার। তাই এখন একটু সতর্ক থাকতে হবে। হিসেব করে নিতে হবে বিনিয়োগের ঝুঁকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পরিশেষে বলি, এই নিবন্ধটি পড়ে আবার শেয়ার কেনাবেচা করবেন না। বরং চেষ্টা করুন নিজে রিসার্চ করে ফেলার। প্রয়োজনে নিয়ে ফেলুন বিশেষজ্ঞের পরামর্শ। তারপরই শেয়ার কিনবেন না হয়। তার আগে নয়।