Advertisement

Debt on India: দেনা বাড়ছে ভারতের, ঋণের অঙ্ক ছুঁল ২০৫ লক্ষ কোটি টাকা

দেশে মোট ঋণের বোঝা বেড়েছে। একটি রিপোর্টে এমন তথ্যই তুলে ধরা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী চলতি অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতে মোট ঋণের বোঝার অঙ্ক দাঁড়িয়েছে ২০৫ লক্ষ কোটি টাকায়।

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Dec 2023,
  • अपडेटेड 10:48 AM IST
  • দেশে মোট ঋণের বোঝা বেড়েছে।
  • চলতি অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতে মোট ঋণের বোঝার অঙ্ক দাঁড়িয়েছে ২০৫ লক্ষ কোটি টাকায়।
  • ভারতকে আগে সতর্ক করেছিল আইএমএফ।

বছর শেষে ঋণের বোঝা উদ্বেগে ফেলল মোদী সরকারকে। দেশে মোট ঋণের বোঝা বেড়েছে। একটি রিপোর্টে এমন তথ্যই তুলে ধরা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী চলতি অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতে মোট ঋণের বোঝার অঙ্ক দাঁড়িয়েছে ২০৫ লক্ষ কোটি টাকায়। ঋণের পরিমাণ বৃদ্ধি নিয়ে ভারতকে আগে সতর্ক করেছিল আইএমএফ (আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার)। 


বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক বৃদ্ধি ঘটছে ভারতে। তবে ঋণের বোঝার পরিমাণ উদ্বেগ বাড়িয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত অর্থবর্ষে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ভারতের ঋণের বোঝা ছিল প্রায় ২০০ লক্ষ কোটি টাকা। সেই তুলনায় জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ঋণের অঙ্কটা বাড়ল। 

ইন্ডিয়াবন্ডস ডট কমের সহ-প্রতিষ্ঠাতা বিশাল গোয়েঙ্কা জানিয়েছেন, সেপ্টেম্বর ত্রৈমাসিকে কেন্দ্রীয় সরকারের ঋণে অঙ্ক ছিল ১৬১.১ লক্ষ কোটি টাকা। গত মার্চ ত্রৈমাসিকে যা ছিল ১৫০.৪ লক্ষ কোটি টাকা। মোট ঋণের মধ্যে রাজ্য সরকারগুলির শেয়ারের পরিমাণ ৫০.১৮ লক্ষ কোটি টাকা। আরবিআই, সিসিআই এবং সেবির তথ্যের ভিত্তিতে রিপোর্ট তৈরি করেছে ইন্ডিয়াবন্ডস ডট কম। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, মোট ঋণের মধ্যে কেন্দ্রীয় সরকারের অংশ ৪৬.০৪ শতাংশ। রাজ্যগুলির অংশ রয়েছে ২৪.৪ শতাংশ। 

রিপোর্টে রাজস্ব ব্যয়ের বিবরণও তুলে ধরা হয়েছে। যার পরিমাণ ৯.২৫ লক্ষ কোটি টাকা। যা মোট ঋণের ৪.৫১ শতাংশ। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ঋণের মধ্যে কর্পোরেট বন্ডের অংশ ছিল ২১.৫২ শতাংশ। 

IMF-এর সতর্কতা:

ঋণ নিয়ে ভারতকে সতর্ক করেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে, জিডিপি ১০০ শতাংশের উপরে পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে দীর্ঘ মেয়াদে ঋণ পরিশোধে সমস্যা তৈরি হতে পারে। যদিও আইএমএফের রিপোর্টের সঙ্গে একমত হয়নি ভারত সরকার। 

Read more!
Advertisement
Advertisement