Advertisement

Goldman Sachs On India's Economy: বিশ্বের বৃহত্তম অর্থনীতি হবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল মার্কিন সংস্থা

ভারতের ব্যাপক আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিল মূল্যায়ন সংস্থা গোল্ডম্যান স্যাকস। তারা জানাল, ২০৭৫ সালের মধ্যে অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাবে ভারত।

বিশ্বের বৃহত্তম অর্থনীতি হবে ভারত।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Jul 2023,
  • अपडेटेड 11:27 AM IST
  • ভারতের ব্যাপক আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিল মূল্যায়ন সংস্থা গোল্ডম্যান স্যাকস।
  • তারা জানাল, ২০৭৫ সালের মধ্যে অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাবে ভারত।

জগৎসভায় ভারতের শ্রেষ্ঠ আসন লাভ করতে চলেছে। এ দেশের আর্থিক উন্নতি নিয়ে এমনটাই পূর্বাভাস দিল গোল্ডম্যান স্যাকস (Goldman Sachs)। তারা জানিয়েছে, ২০৭৫ সালের মধ্যে জাপান, জার্মানি, এমনতি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাবে ভারত। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি ভারত।   

২০৭৫ সালের মধ্যে কেন ভারত দুনিয়ার বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাবে? গোল্ডম্যান স্যাকসের মতে, ভারতের বিরাট জনসংখ্যা, উদ্ভাবন, প্রযুক্তি, বিশাল বিনিয়োগ এবং শ্রমিক পিছু উৎপাদন ক্ষমতা বৃদ্ধিই ভারতের পক্ষে ইতিবাচক অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করেছে। মূল্যায়ন সংস্থার রিপোর্টে বলা হয়েছে, আগামী দু দশক স্থানীয় অর্থনীতির উপর খুব বেশি নির্ভর করতে হবে না ভারতকে।

গোল্ডম্যান স্যাকসের ভারতীয় অর্থনীতিবিদ শান্তনু সেনগুপ্তের কথায়,' উদ্ভাবন, শ্রমিক পিছু উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং মূলধনী বিনিয়োগ (পরিকাঠামোয় খরচ) ভারতের আর্থিক বৃদ্ধির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।' তাঁর মতে,'শুধুমাত্র জনসংখ্যা বা জিডিপি দিয়ে অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। উদ্ভাবন এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধিই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এর মানে, শ্রমিক পিছু উৎপাদন ক্ষমতা মূলধন বৃদ্ধি।'   

তিনি আরও বলেন,'ভারতের আর্থিকবৃদ্ধি আরও প্রশস্ত করছে ভারতের সঞ্চয়ের হার বাড়তে চলেছে। কারণ ভারতীয় আয় বাড়ছে, নির্ভরতা কমছে এবং আর্থিক ক্ষেত্রগুলির প্রভূত উন্নতি। এর ফলে মূলধন তৈরি হবে। যা বিনিয়োগকে উৎসাহিত করবে।'            

কোভিডের সময়কাল থেকে পরিকাঠামো ক্ষেত্রে বিরাট বিনিয়োগের লক্ষ্য নিয়েছে মোদী সরকার। সেই উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। গোল্ডম্যান স্যাকসের রিপোর্ট  বলছে, পরিকাঠামো ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে সরকার। বিশেষ করে সড়ক ও রেলে বেড়েছে বিনিয়োগ। গোল্ডম্যান স্যাকস মনে করে, এটাই বিনিয়োগ বাড়ানোর জন্য বেসরকারি ক্ষেত্রের জন্য অনুকূল সময়। এর ফলে উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement